LIC-তে চাকরির সুযোগ , প্রচুর শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ , বিস্তারিত দেখুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) AAO এবং AE নিয়োগ 2025 এর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসিসট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (AAO) এবং অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (AE) পদে অনলাইনে আবেদন করতে পারবে আগ্রহী প্রার্থীরা। আবেদন শুরু হয়েছে ১৬ আগস্ট ২০২৫ থেকে, চলবে ৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। কেবলমাত্র অনলাইনে আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে licindia.in

আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?

পদসংখ্যা ও পদের নাম:  মোট শূন্যপদ ৮৪১টি। যার মধ্যে –
• অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (AE) – ৮১টি শূন্যপদ
• অ্যাসিসট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (AAO) স্পেশ্যালিস্ট – ৪১০টি শূন্যপদ
• অ্যাসিসট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (AAO-Generalist) – ৩৫০টি শূন্যপদ।

আবেদনের শিক্ষাগত যোগ্যতা:
AAO (Generalist) পদে আবেদন করার জন্য আবেদনকারীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। ভারতের যে কোনো বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে যেকোনও বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকলেই আপনি এলআইসি- র এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বেতন স্কেল:
৫৩ হাজার ৬০০ টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ ২ হাজার টাকা পর্যন্ত এছাড়া থাকা সহ বিভিন্ন সুবিধা রয়েছে।

বয়সসীমা:
২১ বছর বয়স থেকে ১ আগস্ট থেকে সর্বোচ্চ বয়স ৩০ পর্যন্ত হতে হবে তাহলে আবেদনকারীরা আবেদন করতে পারবে।

আবেদন ফি: SC/ST ও PwBD প্রার্থীদের ৮৫ টাকা আবেদন ফি দিতে হবে। এবং অন্যান্য প্রার্থীদের ৭০০ সাথে GST ও ট্রানজাকশন চার্জ সহ আবেদন ফি দিতে হবে।

এছাড়াও গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইন আবেদন শুরু: ১৬ আগস্ট ২০২৫
  • অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৫
  • অ্যাডমিট কার্ড প্রকাশ: পরীক্ষার কমপক্ষে ৭ দিন আগে
  • প্রিলি পরীক্ষার সম্ভাব্য তারিখ: ৩ অক্টোবর ২০২৫
  • মেন পরীক্ষার তারিখ: ৮ নভেম্বর ২০২৫

আরও পড়ুন : প্রথম চাকরিতে ঢুকলেই মিলবে ১৫ হাজার টাকা, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন