আগামীবছরেই চালু হবে গোটা ইস্ট ওয়েস্ট মেট্রো, দিনক্ষণও জানাল রেল কর্তৃপক্ষ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

metro

Bangla News Dunia , Rajib : মেট্রো রেল (Kolkata Metro) প্রেমীদের জন্য রইল এক দারুণ সুখবর। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ইস্ট ওয়েস্ট মেট্রোর গোটা অংশে মেট্রো পরিষেবা চালু হওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তাঁদের জন্য রইল বিশেষ খবর। কলকাতা মেট্রোর তরফে যা জানানো হয়েছে, আগামী ১০ মাসের মধ্যে কলকাতাজুড়ে সমগ্র ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। অর্থাৎ কপাল ভালো থাকলে সামনের বছর দুর্গাপুজোর সময় অনায়াসেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ ভায়া বউবাজার হয়ে সাধারণ মানুষ যাতায়াত করতে পারবেন। যদিও এখনও অবধি মেট্রো রেল কর্তৃপক্ষের গলার কাঁটা হয়ে রয়েছে বউবাজার এলাকা। এখানে সমস্যা কবে মিটবে সেই অপেক্ষায় দিন গুনছেন সকলে।

ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে বড় আপডেট

এমনিতে যত সময় এগোচ্ছে ততই কলকাতা মেট্রো আরও বেশি বেশি করে সকলের জীবনের সঙ্গে ওতোপ্রতভাবে জড়িয়ে পরছে দিনদিন। এখন কলকাতা হোক কিংবা হাওড়া, সকলের যাতায়াত ব্যবস্থাকে একদম মাখনের মতো মসৃণ করে দিয়েছে এই মেট্রো পরিষেবা। এখন কলকাতা শহরের এমন কোনও জায়গা বাকি নেই যেখানে মেট্রো ছুটছে না। ইস্ট ওয়েস্ট মেট্রোর কথা বললে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান ৪.৮ কিলোমিটার অংশে পরিষেবা চালু রয়েছে। অন্যদিকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ ৯.৪ কিলোমিটার অংশে মেট্রো চলছে। বাকি অংশে মেট্রো পরিষেবা যে কবে থেকে শুরু হবে এখন সেই অপেক্ষায় রয়েছেন সকলে।

আরো পড়ুন :- ইজরায়েলের হাতে ‘মাদার অফ অল বম্ব’ ! ধ্বংস হয়ে যাবে মুসলিম দুনিয়া ?

আরো পড়ুন :- চীন-পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিল ভারত !

যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, সমস্যা রয়েছে বউবাজারের অংশ নিয়ে। আশা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে সেই সমস্যাও মিটে যাবে এবং গোটা রুটে ছুটবে মেট্রো। আর এই কাজ শেষ হতে সময় লাগবে ১০ মাস মতো শোনা যাচ্ছে। যদিও আগামী এই কয়েক মাসের মধ্যে কাজ শেষ হবে কিনা সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে।

অক্টোবর মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল

মেট্রো কর্তৃপক্ষের দাবি, ২০২৪ সালের অক্টোবর মাসেই অনেকটা কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তবে ফের সমস্যা হয়ে দাঁড়ায় বউবাজারের অংশ। বউবাজারের অংশে কাজের সময় টানেলে জল ঢুকতে শুরু করে। দুর্গাপিতুরি লেনের বাড়িগুলিতেও জল দেখা যায়। নতুন করে তৈরি হয় আতঙ্ক। সঙ্গে সঙ্গে বাড়িগুলি খালি করে দেওয়া হয়। এদিকে এই ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হচ্ছে। নিজের বাসভবন ছেড়ে কেই বা হোটেল বা আত্মীয়দের বাড়িতে উঠতে চায়।

আরো পড়ুন :- বদলাচ্ছে মার্কিন রাজনীতি ! ভারতের জন্য ভালো নাকি খারাপ ?

জানা গিয়েছে, বউবাজারের এই ২০০ মিটার অংশের কাজই চলছে বর্তমানে। কাজের সঙ্গে যুক্ত থাকা ইঞ্জিনিয়ররা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, এই অংশে কাজ শেষ হতে পারে আগামী ১০ মাসের মধ্যে। ফলে মনে করা হচ্ছে, পুজোর আগে শুরু হতে পারে গোটা ১৬.৬ কিলোমিটার রুটে পরিষেবা। কয়েকদিন আগেই মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি জানিয়েছিলেন, এই ২০০ মিটার অংশ খুবই জটিল। ফলে খুব ধীরে ধীরে সমস্ত সুরক্ষা মেনে কাজ করা হচ্ছে। এখন আগামী দিনে কী হয় সেটাই দেখার।

#End

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন