Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- অদ্ভুত এক গ্রাম। খবরের শিরোনাম পড়ে ভাবছেন এ আবার কেমন খবর ? অবশ্য ভুল তথ্যে ভরা ইন্টারনেটে বেশি লাইক পাওয়ার জন্যই এই বিষয় পরিবেশন ৷ কিন্তু জানেন কি, যখনই টিভি খুলছেন করোনার সংক্রমণের খবর, পেপার পড়ছেন তখনও করোনা খবর ৷ সোশ্যাল নেটওয়ার্কে করোনা, বারবার করোনা। সেই সময়ই একটু রিলিফ ও বিনোদনের জন্য খুঁজে বার করা এমন এক খবর যা কিনা আপনার জানাই ছিল না। রীতিমতো হতবাক করার মতোই এই খবর ৷
পৃথিবী এক আজব জায়গা। এত বড় বিশ্বে কোন কোণায় কী ঘটে যাচ্ছে তা জানা সত্যিই কঠিন ৷ গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে নানা জাতের মানুষ, নানা রকমের মানুষ। তাঁদের রোজকার জীবন আমার-আপনার থেকে এক্কেবারে আলাদা। তাদের সংস্কৃতি ও আলাদা। ঠিক এরকই এক গ্রামের সন্ধান পাওয়া গেল ব্রিটেনের এক কোণায়। যেখানে থাকার একটাই অদ্ভুত শর্ত। শরীরে রাখা যাবে না কোনো পোশাক।
ঘটনাটি একেবারেই সত্যি। ইন্টারনেটে সার্চ করুন। ঝড়ের মতো ছড়িয়ে পড়ছে এই গ্রামের কথা। প্রথম এই খবরটি প্রকাশিত হয় ওয়াশিংটন পোস্ট সংবাদমাধ্যমে। তারপর ধীরে ধীরে সব সংবাদমাধ্যমই ইচ্ছে প্রকাশ করে এই সংবাদটি সম্পর্কে। এক দিক থেকে দেখলে এই গ্রাম বেশ সভ্য ৷ কিন্তু এই গ্রামের মানুষদের অদ্ভুত অভ্যাস। শরীরের পোশাক রাখে না তাঁরা। নারী-পুরুষ নির্বিশেষে এই নিয়ম।
এই গ্রামের এক মানুষই সংবাদমাধ্যমকে জানায়, পোশাক, সাজগোজ, অলংকার এগুলো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, তাই আমরা আমাদের গ্রামে এই বিভেদকে ঢুকতেই দিইনি।
Highlights
1. অদ্ভুত এক গ্রাম
2. যেখানে রয়েছে এক আজব নিয়ম
#Life #Style