Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : আবার এক বছর অপেক্ষা। সেই প্রাণের পুজো এবারের মত শেষ লগ্নে। ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গিয়েছে সিঁদুর খেলা। যদিও শেষ মুহূর্তের আনন্দ চেটেপুটে উপভোগ করতে মরিয়া আপামোড় বাঙালি। আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে দেবী বরণ আর সিঁদুরখেলা। গঙ্গার ঘাটে মা-কে বিদায় জানানোর পালা। কোলাকুলিতে হবে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ। হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা।
নিয়মমাফিক সিঁদুর খেলা হলেও বুধবার শহরের বড়ো মণ্ডপ গুলিতে প্রতিমা বিসর্জন হবে না। একাদশীর দিনেও অনেক মণ্ডপে ঠাকুর থাকবে। ফলে সে অর্থে প্যান্ডেল হপিং জারি থাকলেও, পুজোর মুড আজ থেকেই উধাও হয়ে যাবে। শুরু হয়ে গেল আগামী বছরের অপেক্ষা। ২০২৩ সালে মহালয়া পড়েছে ১৪ অক্টোবর, শনিবার। পঞ্চমী ১৯ অক্টোবর বৃহস্পতিবার। বোধন ২০ অক্টোবর শুক্রবার। সপ্তমী ও অষ্টমী পড়েছে শনি ও রবিবারে। আর সোমবার নবমীর পর দশমী ২৪ অক্টোবর, মঙ্গলবার।
আরো পড়ুন :- সোশ্যাল মিডিয়ায় গানের অ্যালবাম শেয়ার করলেন মমতা, শুনুন আপনিও
আগামী বছর লক্ষ্মীপুজো শনিবার, ২৮ অক্টোবর। কালীপুজো আবার ১২ নভেম্বর, রবিবার। আর ১৪ নভেম্বর ভাইফোঁটা মঙ্গলবারে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল