Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : হঠাৎ করে আপনার চুলে পাক ? অল্প সময়ে বয়স্ক বলে লোকের রসিকতা শুরু। সমস্যার সমাধানের জন্য বেছে নিলেন বাজারের হেয়ার কালার। চুলে পাক আরও বাড়তে লাগল। সঙ্গে চুল ঝরতে শুরু করল। সমস্যার সমাধান কিন্তু খুব সহজেই করতে পারেন। মোটেই দরকার নেই হেয়ার কালার। বরং ঘরোয়া উপায়েই এই সমস্যার সমাধান সম্ভব।
১. রোজ খাদ্য তালিকায় রাখুন আমলকি বা আমলকির পেস্ট বানিয়ে চুলে মেখে নিন। ১৫ থেকে ২০ মিনিট রেখে দিয়ে ধুয়ে ফেললে উপকার পাওয়া যায়।
২. বাদামের তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলে লাগাতে হবে। পাকার হার কমবে।
৩. কম বয়সে চুল পাকা ঠেকাতে ব্ল্যাক টি দারুণ কার্যকর। চায়ের পাতা সিদ্ধ করে তা ঠান্ডা করতে হবে।
৪. উষ্ণ সরষে বা নারকেল তেল নিয়মিত মাথায় ভালো করে মালিশ করলে চুল পাকা কমতে পারে।
৫. রোজ প্রচুর পরিমাণে জল খান। এতে চুলের গোড়া শক্ত হবে, অকালে চুল পাকবে না।
৬. একদম ফাস্টফুড খাওয়া কমিয়ে দিন। চেষ্টা করুন লিভার ভাল রাখতে। লিভার ভাল থাকলে চুল, ত্বক সবই ভাল থাকবে।
৭. নারকেল তেলের সঙ্গে মেথি মিশিয়ে একটু গরম করে নিন। রাতে শোয়ার আগে মাথায় মাসাজ করে নিন। এতে চুল পাকবে কম।
৮. টক দইয়ের সঙ্গে কিছুটা পরিমাণ মধু মিশিয়ে নিন। মাথায় মেখে নিন। ১০ মিনিট মতো রেখে মাথা ভালো করে নিন।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল