আইফোন-অ্যান্ড্রয়েড মডেল ভেদে বদলে যাচ্ছে ভাড়া ! ওলা-উবরকে নোটিশ ধরাল কেন্দ্র

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : বিখ্যাত অনলাইন ক্যাব বুকিং সংস্থা ওলা এবং উবরকে নোটিশ পাঠাল কেন্দ্রীয় উপভোক্তা মন্ত্রক। তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, মোবাইল ফোনের মডেলের(আইফোন/আন্ড্রয়েড) ভিত্তিতে যাত্রীদের থেকে নেওয়া ভাড়ার পরিমাণ ঠিক করছে এই দুই সংস্থা।

সূত্রের খবর, যদি কেউ আইফোন দিয়ে এই অ্যাপ থেকে গাড়ি বুক করে তবে তাঁর থেকে যে ভাড়াটি চাওয়া হচ্ছে, সেই একই দুরত্বের জন্য অ্যান্ড্রয়েড থেকে বুক করলে তাঁর থেকে কম ভাড়া দেখাচ্ছে। অর্থাৎ আইফোন এবং অ্যান্ড্রয়েড মডেল ভেদে বদলে যাচ্ছে ভাড়া। সূত্রের খবর, এই অভিযোগের যুক্তিযুক্ত ব্যাখা চেয়েই কেন্দ্রীয় উপভোক্তা মন্ত্রকের অধীন সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA) ওলা এবং উবরকে নোটিস পাঠিয়েছে।

প্রসঙ্গত, এমন অভিযোগ প্রথম প্রকাশ্যে আসে গত ডিসেম্বর মাসে। একজন যুবক সমাজমাধ্যমে দুটি আলাদা মডেলের ফোনের ছবি পোস্ট করে দেখায় যে, একই গন্তব্যের জন্য দুটি মোবাইলে আলাদা ভাড়া দেখাচ্ছে ওই অ্যাপে। যদিও সেইসময় এই অভিযোগ অস্বীকার করেছিল ওই অ্যাপ ক্যাব সংস্থা। কিছুদিন আগেও দিল্লি থেকে এক যুবক সমাজমাধ্যমে একই ধরনের অভিযোগ জানিয়ে একটি পোস্ট করে। সমাজমাধ্যমে বেশ ভাইরাল হয় সেই পোস্টটি। এবার এই অভিযোগের ব্যাখা চেয়ে কেন্দ্রীয় উপভোক্তা মন্ত্রকের তরফে নোটিশ পাঠানো হল এই দুটি অনলাইন ক্যাব বুকিং কোম্পানিকে। এই প্রসঙ্গে উপভোক্তামন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, “আলাদা মডেলের ফোন(আইফোন/আন্ড্রয়েড) থেকে আলাদা ভাড়া নেওয়ার অভিযোগের ব্যাখা চেয়ে উপভোক্তা মন্ত্রক  সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি(CCPA)-র মাধ্যমে ওলা এবং উবরকে নোটিস পাঠিয়েছে।”

আরও পড়ুন:– মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে প্রচুর নাভিক নিয়োগ চলছে! মাসিক বেতন ২১,৫০০ টাকা

আরও পড়ুন:– প্রথম দিনেই সাবস্ক্রিপশনের ঢল, এই IPO-তে লগ্নি করলে বাম্পার লাভ হতে পারে

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন