আগামীকাল মহা শিবরাত্রি ! দেখুন বাড়িতে কিভাবে মহাদেবের পূজা করবেন ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উত্‍সব হল মহা শিবরাত্রি। গোটা দেশেই এই ধর্মীয় উত্‍সব মহা সাড়ম্বরে পালন করা হয়। আগামীকাল পালন করা হবে এই বছরের মহা শিবরাত্রি। এদিনে মন্দিরে গিয়ে পুজো দিতে না পারলে ঘরেই শিবরাত্রির পুজো করে নিন। ঘরে কী ভাবে শিবরাত্রির পুজো করবেন, জেনে নিন। একনজরে ?

শিবের উদ্দেশ্যে নিবেদিত রাত। এটি আসলে হর ও পার্বতীর মিলন উত্‍সব। আপনি বিবাহিত হলে স্বামী স্ত্রী একসঙ্গে বসে মহা শিবরাত্রির পুজো সম্পন্ন করুন। অবিবাহিতরাও এই পুজো করতে পারেন। মনে করা হয় অবিবাহিতা মহিলারা শিবরাত্রি পালন করলে মহাদেবের মতো স্বামী লাভ করেন। দেখুন কি করবেন ?

ঘরে বসেই মহাশিবরাত্রি পালন করতে হলে বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করা জরুরি। একটি প্লেটের ওপর রাখুন। শিবলিঙ্গের পাশে অবশ্যই গণেশের একটি মূর্তি রাখবেন। স্নান করে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন। শিবরাত্রির জন্য হলুদ পোশাক পরা শুভ বলে মনে করা হয়। মহাদেবকে বেলপাতার অর্ঘ্য দিন। বাড়িতে কাঁচা দুধ, গঙ্গাজল, দেশি ঘি এবং মধু ভালো করে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে নিন। শিবের মাথায় এই পঞ্চামৃত ঢেলে নিজের মনের বাসনা প্রকাশ করুন।

মহাদেবকে ভোগ অর্পণ করার জন্য বাড়িতে ক্ষীর বা কোনও মিষ্টি বানিয়ে নিতে পারেন। বাড়িতে বানাতে না পারলে দোকান থেকেও মিষ্টি কিনে এনে পুজো করা সম্ভব। শিবরাত্রিতে উপবাস রাখার মনস্থির করেন, তাহলে সকালে পুজো করার সময়ই উপবাসের সংকল্প করে নিন। শিবলিঙ্গের রুদ্র অভিষেক সম্পন্ন করার পর ‘ওম নমহঃ শিবায়’ মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন।

পুজো সম্পন্ন হওয়ার পর মহাদেবকে প্রণাম করে বাড়ির বড়দের পা ছুঁয়ে প্রণাম করুন। সবার মধ্যে প্রসাদ বিতরণ করুন। মন্দিরে গিয়ে পুজো করলে বাড়িতে পঞ্চামৃত ও প্রসাদ নিয়ে যায়। বাড়ির মহাদেবকে পঞ্চামৃত অর্পণ করুন এবং পরিবারের সদস্য ও সকল ভক্তদের অল্প অল্প করে প্রসাদ দিন।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন