আগামী বছরে রয়েছে বেশ কিছু চন্দ্র ও সূর্যগ্রহণ , জানুন দিনক্ষণ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : গত ৮ নভেম্বর হয়েছে বছরের শেষ গ্রহণ। এটি ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই বছর দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ হয়। এখন আমরা দেখে নেব আগামী বছর অর্থাত্‍ ২০২৩ সালে কটি সূর্যগ্রহণ ও কটি চন্দ্রগ্রহণ হতে চলেছে। আগামী বছরে এই সব গ্রহণের দিনক্ষণ জেনে নিন এখানে।

আরো পড়ুন :- শিশুকন্যার চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন অভিষেক

২০২৩-এর গ্রহণ ক্যালেন্ডার —-

চন্দ্রগ্রহণ ২০২৩ তারিখ ও সময় —

ক্যালেন্ডার অনুসারে সামনের বছর প্রথম চন্দ্রগ্রহণ হবে ৫ মে শুক্রবার। তবে এটি আংশিক চন্দ্রগহণ। গত ৮ নভেম্বর আমরা যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করেছি, সেরকম পূর্ণগ্রাস গ্রহণ দেখতে আরও তিন বছর অপেক্ষা করতে হবে আমাদের। পরে যে পূর্ণগ্রাস গ্রহণ ভারত থেকে দেখা যাবে, সেটি হবে ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর।

৫ মে-র পর আগামী বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে ২৯ অক্টোবর রবিবার। গ্রহণ লাগবে ভারতীয় সময় বেলা ১টা ৬ মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে দুপুর ২টো ২২ মিনিটে। গ্রহণ থাকবে ১ ঘণ্টা ১৬ মিনিট ১৬ সেকেন্ড। তবে ভারতে তখন দিনের বেলা হওয়ায় এই গ্রহণ আমরা দেখতে পাব না।

আরো পড়ুন :- DA : জানুন ডিএ বৃদ্ধির পর রাজ্যের সঙ্গে কেন্দ্রের বেতনের ফারাক কত হল ?

সূর্যগ্রহণ ২০২৩ তারিখ ও সময় —

ক্যালেন্ডার অনুসারে আগামী বছর প্রথম সূর্যগ্রহণ হবে ২০ এপ্রিল বৃহস্পতিবার। তবে এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না, তাই গ্রহণের সূতককাল আমাদের দেশে কার্যকরী হবে না। মেষ রাশিতে হবে ২০২৩-এর প্রথম সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ শুরু হবে ২০ এপ্রিল সকাল ৭টা ৪ মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে বেলা ১২টা ২৯ মিনিটে।

আরো পড়ুন : আগামী দিনে ২৫% বিদ্যুৎ বিল কম আসবে আপনার !

দ্বিতীয় সূর্যগ্রহণ হবে ১৪ অক্টোবর শনিবার। এই গ্রহণটিও ভারত থেকে দেখা যাবে না। অর্থাত্‍ আগামী বছরের দুটি সূর্যগ্রহণের একটিও ভারত থেকে চাক্ষুস করা সম্ভব হবে না।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- শুভেন্দুর পিছনে ২০ কোটি টাকা খরচ করেছে মমতা, দাবি শুভেন্দুর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন