আচমকা বিমান দুর্ঘটনায় কাজলের মৃত্যু সংবাদ এসেছিল তনুজার কাছে

By Bangla News Dunia Rajib

Published on:

kajol

Bangla News Dunia , Rajib : এমনিতে তিনি সবসময়ই বড্ড হাসিখুশি। তবে রেগে গেলে আর রক্ষে নেই। দুর্গাপুজোয় একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে কাজলের। যা দেখে অভিনেত্রীকে জয়া বচ্চনের ‘দ্বিতীয় সংস্করণ’ বলেও অভিহিত করেন বহু নেটিজ়েন। তবে জানেন কি একবার নাকি কাজলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। তাও আবার মা তনুজার কাছেই প্রথম এসেছিল ফোন। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ সম্প্রতি সেই ঘটনার কথা ভাগ করলেন অভিনেত্রী। নিজের সম্পর্কে কতরকম কথা শুনতে পান মাঝেমধ্যেই কাজল? কপিল প্রশ্ন করতেই অভিনেত্রীর সহাস্য উত্তর, ‘আমার নিজের বিষয়ে গুগল করার প্রয়োজনই হয় না কখনও। কারণ, অদ্ভুত কিছু ছড়িয়ে পড়লেই মানুষ আমাকে ফোন করত বা মেসেজ পাঠায়। দেখুন কত কী অদ্ভুত খবর রটেছে আপনার বিষয়ে।’

আরো পড়ুন:- আয়ের প্রায় 65% দান করতেন তিনি, রতন টাটার জীবনের আরও অজানা তথ্য মুগ্ধ করবে আপনাকে

নামজাদা লোকেদের নিয়ে তো এমন খবর কতই রটে। তাঁর উপর অভিনেত্রী বলে কথা। কাজল ভাগ করলেন তাঁর মায়ের কাছে আসা হঠাৎ একটি ফোনের অভিজ্ঞতা। বললেন, ‘প্রতি ৫-১০ বছর পর পর একটা খবর আসে যে আমি মারা গিয়েছি। সোশ্যাল মিডিয়ার আগেও বহুবার এমন হয়েছে। একবার কেউ একজন আমার মাকে ফোন করে বলেছিলেন যে আমি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছি। সেই সময় কোনও সোশ্যাল মিডিয়া ছিল না। তাই আমার মাকে ফোন করা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। তবে আমি মারা গিয়েছিলাম এমন নানা ধরনের ভিডিয়ো এর আগেও শোনা গিয়েছে।

অভিনেত্রীর মুখে এমন অভিজ্ঞতার কথা শুনে কপিল মজা করে জিজ্ঞেস করেন, ‘কাজল ম্যাম, যেহেতু আপনি এখন একজন পুলিশ মহিলার ভূমিকায় অভিনয় করছেন, তাই অজয় স্যার কি আপনাকে ‘আতা মাঝি সাটাকলি’ বলতে শিখিয়েছেন?’ কাজলের স্পষ্ট জবাব স্বামী অজয়ের থেকে কোনও পরামর্শই তিনি নেননি।

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

কাজল মজা করে কপিলকে বলেন, ‘কারণ আমিই তাঁকে সিংহমের জন্য প্রশিক্ষণ দিয়েছিলাম। তুমি কি এটা ভুলে গিয়েছ?’ অজয়কে সিংহমের সময় মারাঠি ভাষা শিখতে সাহায্য করেছিলেন কাজল। যা অভিনেতার চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে অনেকখানি সাহায্য করেছিল।

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন