Bangla News Dunia , অজয় দাস :- আচার্য চাণক্য ছিলেন একজন রাজনৈতিক , কূটনৈতিক , আর্থিক উপদেষ্টা ও মহান পন্ডিত। তিনি তার জীবত কালে যেই সব কথা বলে গেছেন তা এখন পর্যন্ত সমান ভাবে কার্যকর। তিনি বলেছেন কোনো ব্যাক্তিকে মানুষ চেনার ক্ষেত্রে কখনোই প্রতারিত হওয়া উচিত নয়। তিনি আরো বলেন যে ব্যাক্তি অন্য মানুষকে পরীক্ষা করার ক্ষমতা রাখেন তিনি জীবনে কখনো প্রতারিত হন না। এই ধরণের মানুষকে প্রতারণা করা খুবই কঠিন।
তিনি বলেছেন একজন ব্যাক্তি তখনই প্রতারনার শিকার হন যখন তিনি তার চারপাশের মানুষদের চিনতে ভুল করেন। একজন ব্যাক্তি আর্থিক প্রতারণা সহ্য করতে পারলেও , নিজের কাছের প্রিয় মানুষদের দ্বারা প্রতারণা সহ্য করতে পারেন না। তাই প্রতিটি মানুষকে সর্বদা সতর্ক থাকা প্রয়োজন। একজন ব্যাক্তি কিভাবে মানুষ চিনবেন তার কিছু গুরুত্বপূর্ণ দিক চাণক্য বলে গেছেন।
আরো পড়ুন :- ডঃ আব্দুল কালামের মহান বানী ! জীবন বদলে দেবে
চাণক্য তার নীতিতে বলেছেন , স্বার্থপর ব্যাক্তিদের থেকে সকলকে দূরে থাকা প্রয়োজন। এই সকল লোক সর্বদা নিজের স্বার্থ দেখেন এরা যে কোনো সময় যে কোনো মানুষের সাথে প্রতারণা করতে পারে। স্বার্থপর ব্যাক্তি সর্বদা নিজের সার্থপূরণের জন্য সামনের ব্যাক্তির প্রশংসা করে থাকেন। এমনকি সামনের ব্যাক্তি যদি কোনো কাজে ভুল ও করে থাকেন তবে তার ভুল ধরিয়ে না দিয়ে তাকে প্রশংসায় ভরিয়ে দেয়। তারা নিজেকে ভালো দেখাবার জন্য অন্য মানুষের নামে মিথ্যে কথা বলে থাকে।
চাণক্যের মতে , সহৃদয় ব্যাক্তিরা সর্বদা তার বন্ধুদের সাথে বন্ধুত্ব বজায় রাখে। কিন্তু স্বার্থপর ব্যাক্তিরা কোনো মানুষের অর্থ , সম্পদ , পদমর্যাদা দেখে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। এই সকল ব্যাক্তিরা অবস্থান ও খ্যাতির কথা মাথায় রেখেই বন্ধুত্ব বৃদ্ধি করে। যখন ওই ব্যাক্তির কাছ থেকে অর্থ , সম্পদ , পদমর্যাদা , খ্যাতি চলে যায় তখন তারাও দূরে চলে যায়। অথাৎ এই জাতীয় স্বার্থপর মানুষদের কখনোই নিজের জীবনের কাছে আসতে দেওয়া উচিত নয়।
আরো পড়ুন :- জীবনে সুখী হতে মেনে চলুন চাণক্য নীতি ! বিস্তারিত পড়ুন