Bangla News Dunia, অজয় দাস :- পন্ডিত চাণক্যের কথা আমরা সকলেই জানি। চাণক্য একধারে ছিলেন অর্থনীতি , কূটনীতি , রাজনীতি ও সমাজবিজ্ঞানে পারদর্শী। আর অপর দিকে তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মোর্যের মহামন্ত্রী। চাণক্যের নীতি মানুষকে বুদ্ধিমান হবার পাশাপাশি সাফল্যের চূড়ায় ও পৌঁছে দিতে পারে। যেই ব্যাক্তি তার জীবনের চাণক্যের নীতি অবলম্বন করে চলবে তিনি জীবনে সাফল্যের চূড়ায় পৌঁছতে পারবেন। চাণক্য তার নীতিতে বলেছেন মানুষের মধ্যে কিছু গুন থাকলে তিনি বুদ্ধিমান। চলুন দেখে নেওয়া যাক চাণক্য মানুষের মধ্যের কোন গুন গুলির কথা বলেছেন।
আরো পড়ুন :- জীবনে সুখী হতে মেনে চলুন চাণক্য নীতি ! বিস্তারিত পড়ুন
১. পন্ডিত চাণক্যের মতে , সর্বদা সৎকর্ম অবলম্বন করা , ভুল ও খারাপ কাজ থেকে দূরে থাকা বুদ্ধিমান ব্যাক্তির লক্ষণ। তিনি বলেছেন এই সকল ব্যাক্তিরা সর্বদা বিতর্ক থেকে দূরে থাকেন ও নিজের বুদ্ধির দ্বারা সাফল্য অর্জন করেন।
২. পন্ডিত চাণক্যের মতে , বুদ্ধিমান ব্যাক্তি সেই যিনি কোনো কাজে সফল হবার আগে তার পরিকল্পনা প্রকাশ করেন না। যে ব্যাক্তি কাজ শেষ হবার পরে তা প্রকাশ করেন তাকেই বুদ্ধিমান বলা হয়।
৩. পন্ডিত চাণক্যের মতে , কোনো ব্যাক্তিকে সংকটের সময় দুঃখ ও ভেঙে পড়তে নেই। নিজের যোগ্যতার উপর বিশ্বাস রেখে , দুঃখ সহ্য করতে পারা ব্যাক্তি বুদ্ধিমান হন। দুঃখের সময় বিভ্রান্ত না হওয়া ব্যাক্তিকে বুদ্ধিমান বলা হয়।
আরো পড়ুন :- ডঃ আব্দুল কালামের মহান বানী ! জীবন বদলে দেবে
৪. পন্ডিত চাণক্যের মতে , যেই ব্যাক্তি নিজের কাজ সম্পর্ণ করতে ভয় পান না , যতই বাধা আসুক না কেন নিজের লক্ষের দিকে এগিয়ে যান সেই ব্যাক্তিকে বুদ্ধিমান বলা হয়। সেই ব্যাক্তিই সকল প্রতিবন্ধকতা অবলম্বন করার ক্ষমতা রাখেন।