আজ গনেশ চতুর্থী ! দেখুন কিসে প্রসন্ন হন সিদ্ধিদাতা

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- আজ গনেশ চতুর্থী। জেনে নিন আজকের এই পবিত্র দিনে কী কী জিনিস উৎসর্গ করলে সিদ্ধিদাতা গনেশ প্ৰসন্ন হন ৷

আরো পড়ুন :- আর্থিক ক্ষতির হাত থেকে মুক্তি পেতে সূর্যাস্তের সময় ভুলেও এই কাজ করবেন না

লাড্ডুঃ- মতিচুরের লাড্ডু গনেশের অত্যন্ত প্রিয়৷ এইদিনে মতিচুরের লাড্ডু প্রসাদ হিসেবে অর্পণ করুন এবং তা পুজোর পর শিশুদের মধ্যে বিতরণ করুন।

মোদকঃ- পুজো সফল করতে গনেশের প্রিয় মোদক প্রসাদ হিসেবে দিন।

হলুদঃ- কাঁচা হলুদ অর্পণ করুন গনেশকে। এর মাধ্যমে গনেশের আশীর্বাদ প্রাপ্তি হবে। ঘর সাজিয়ে তুলুন হলুদ রঙের বস্তু দিয়ে এতে ইতিবাচক শক্তি বৃদ্ধি হবে।

susanto sastri

কলাঃ- পুজোয় কলা অর্পণ করা অত্যন্ত শুভ। তবে কখনওই বিজোড় কলা অর্পণ করবেন না। আপনার বাড়ির পুজোয় ও অন্য কারো পুজোর থালাতেও বিজোড় কলা অর্পণ করতে দেবেন না।

সিঁদুরঃ- মঙ্গলের প্রতীক হিসেবে গনেশ পুজোয় অর্পণ করুন সিঁদুর। এতে শুভ ফল লাভ হবে।

হলুদ ফুলঃ- গনেশকে সব ধরণের ফুলপণ করা যায়৷ তবে হলুদ রঙের ফুল অর্পণ করলে কর্মক্ষেত্রে বাধা দূর হয়৷

আরো পড়ুন :- এই ৪ রত্ন আপনাকে কোটিপতি বানানোর ক্ষমতা রাখে

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

Bangla news dunia Desk

মন্তব্য করুন