আজ সূর্য্য গ্রহণ : শেষ হবার পরে অবশ্যই করুন এই সমস্ত কাজ গুলো কে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- আজ পূর্ণ সূর্য্য গ্রহণ । ভারতীয় সময় অনুসারে, এই সূর্যগ্রহণ সকাল ৯ টা বেজে ১৫ মিনিট থেকে শুরু হয়ে বেলা ৩টা বেজে ০৪ মিনিট অবধি থাকবে। প্রচলিত বিশ্বাস ও ধারণা অনুযায়ী সূর্যগ্রহণ চলাকালীন কিছু কাজের উপর বিধি নিষেধ রয়েছে, তেমনই জ্যোতিষশাস্ত্র বলছে গ্রহণের পরের ২৪ ঘণ্টাও কিছু বিধিনিষেক মেনে চলা প্রয়োজন ৷

  1. গোটা বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দিলে সমস্ত অশুভ প্রভাব কাটানো যায় বলে বিশ্বাস ৷ তাতে ঘরের বাতাবরণ শুদ্ধ হয় ।
  2. গ্রহণ শেষ হওয়ার পরই সঙ্গে সঙ্গে ঠাকুরঘর পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে পুজো শুরু করুন ৷ অবশ্যই একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন ৷কাল বিরলতম বলয়গ্রাস সূর্যগ্রহণ
  3. স্নানের জলে, খাবারে তুলসী পাতা ব্যবহার করুন ৷ যেকোনও খারাপ প্রভাব কাটিয়ে দিতে সক্ষম ৷ এমনকী খাবারকে জীবাণুমুক্ত করতেও সাহায্য করে তুলসী ৷
  4. সূর্যগ্রহণ চলাকালীন বা শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পরিবারের নয় এমন কাউকে টাকা ধার দেবেন না ৷ তাতে দুর্ভাগ্য নেমে আসতে পারে ৷
  5. গ্রহণ শেষ হওয়ার পর অমাবস্যা চলাকালীন ব্রাহ্মণ ভোজন করাতে পারেন ৷ তা সম্ভব না হলে আশপাশের মন্দিরে আটা, ঘি, দক্ষিণাও দিয়ে আসতে পারেন ৷ তাতে পরিবারের ভাগ্য ফেরে বলে বিশ্বাস ৷
  6. সূর্যগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ব্যবহার করা বা নষ্ট হওয়া ঝাঁটা ফেলবেন না ৷
  7. তবে গ্রহণ চলাকালীন বা শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেও কাউকে ভুলেও হলুদ দেবেন না ৷ হলুদ বৃহস্পতির রঙ বলে বর্ণিত জ্যোতিষশাস্ত্রে ৷ বৃহস্পতি গুরুকে নিয়ন্ত্রণ করে ৷ অর্থাৎ বাবা ও মায়ের স্বাস্থ্যের উপর এর প্রভাব পড়ে ৷

তবে এই বিধিনিষেধগুলি সম্পূর্ণভাবে প্রচলিত বিশ্বাস, ধারণা ও জ্যোতিষশাস্ত্র থেকে তৈরি ৷ এর পিছনে বৈজ্ঞানিক সত্য যাচাই করা হয়নি ৷

Highlights

১. আজ চলছে পূর্ণ সূর্য্য গ্রহণ , জেনে নিন কোনকোন কাজ গুলি করা উচিত বা উচিত নয় 

২. যদি এই সমস্ত রীতি গুলি পুরান বা জোতিষ শাস্ত্র মোতে 

৩. আর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি 

#SolarEclipse  #Rutial  #TipsonSolarEclipse

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন