আপনার প্রিয় পোষ্য কুকুরটি কি অসুস্থ ? বুঝবেন কি দেখে ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : দুঃখ-সুখ বুঝতে পারেন সব সময়। প্রায়ই দেখা যায় মানুষ তার পোষ্য কুকুরের আচরণ বুঝতে পারে না।অনেক সময় পোষ্য এমন আচরণ করে যে তা মালিক নিজেও জানেন না। গবেষণায় এমন বিষয় সামনে এসেছে , কুকুরের কোনো রোগ আছে কিনা তা মালিক বুঝতে ব্যর্থ হয়। আসুন আজকে কুকুরের রোগ এবং এর লক্ষণ সম্পর্কে বিস্তারিত জানাই।

কুকুরের মধ্যে অসুস্থতার লক্ষণ কি কি ?

যদি আপনার পোষা কুকুর হঠাৎ তার আচরণ পরিবর্তন করতে শুরু করে, তাহলে আপনার গুরুত্ব দেওয়া উচিৎ। তার কাশি, হাঁচি বা কম জল পান করা ইত্যাদি দেখলে দেরি না করে চিকিৎসকের কাছে নিয়ে যান। খাবারের প্রতি বিশেষ মনোযোগ দিন। পোষা কুকুরের মাড়ি আপনাকে তার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক করে দেবে।মাড়ির রং হলুদ, নীল বা সাদা হলে অতি সত্বর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

loan

ঠান্ডা লাগছে কিনা কিভাবে বুঝবেন কি করে —–

আপনার কুকুর যদি স্বাভাবিক আবহাওয়ায় বা এমনকি গরমের দিনেও ঠান্ডা এবং কাঁপুনি অনুভব করে, তাহলে আপনার সতর্ক হওয়া উচিত। যদি মুখ থেকে লালা ঝরতে থাকে বা শরীরে কম্পনের সাথে ব্যথা অনুভব করে, তাহলে এই গুলো ঠান্ডা লাগার লক্ষন হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে কুকুরের বিশেষ যত্ন নেওয়া উচিত। তাদের  অন্যান্য প্রাণীর তুলনায় সংক্রমণের প্রবণতা বেশি থাকে ।বর্ষাকালে প্রায়ই অসুস্থ হয়ে পড়তে দেখা যায়। ইই সময়ে জলাতঙ্ক, ম্যাগটস, পারভো, ক্যানিডিস্টাবার এবং লাইপোস্পোরোসিস নামক রোগ ছড়িয়ে পড়ে।

আপনার পোষা কুকুরকে অন্য কুকুর থেকে দূরে রাখতে হবে। তাদের ভিজে যাওয়া থেকে বিরত রাখুন এবং খাবারের বিশেষ যত্ন নিন। যে জায়গায় কুকুর রাখা হচ্ছে সেখানে পরিষ্কার ও পরিচ্ছন্নতার বিশেষ খেয়াল রাখুন ।

আরো খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন