Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আপনার বাড়িতে কি টিকটিকি-র উপদ্রব ? টিকটিকির উপদ্রব প্রায় সবার বাড়িতে। প্রাণীটি নিরীহ হলেও বেশ বিষাক্ত। জানেন কি টিকটিকির ত্বক ও বর্জ্য শরীরের জন্য খুবই ক্ষতিকারক। এটি খাবার বা আপনার গায়ের উপর পড়লে নানা রকম ক্ষতি হতে পারে। তাই বাড়ি থেকে টিকটিকি তাড়াতে চাইলে মেনে চলুন কিছু নিয়ম। কোনো রাসায়নিক কেমিকাল দ্বারা নয় শুধু মাত্র ঘরোয়া উপায়ে আপনি টিকটিকি তাড়াতে পারেন।
এক নজরে দেখুন ঘরোয়া উপায় গুলি —
১. আপনার বাড়ির টিকটিকির উৎপাত যেখানে সব থেকে বেশি সেই জায়গায় ছড়িয়ে রাখুন ডিমের খোলা। এই গন্ধে অল্প সময়েই টিকটিকি পালিয়ে যাবে।
২. বাড়ির জানালার কোণে বা ঘরের ভেন্টিলেটরে রেখে দিন রসুনের কোয়া। রসুনের কোয়ায় গন্ধে বাড়ি টিকটিকি পালিয়ে যাবে।
৩. পেঁয়াজের মধ্যে থাকা সালফারের উগ্র গন্ধ টিকটিকি সহ্য করতে পারে না। টিকটিকির চলাচলের পথ বা জানালার কোণ বা ভেন্টিলেটরে কয়েক টুকরা পেঁয়াজ রেখে দিলে সহজেই জব্দ হয়ে যাবে টিকটিকি।
৪. আপনি বাড়িতে গোলমরিচের গুঁড়া বা মরিচের গুঁড়া জলে মিশিয়ে টিকটিকি আসে এমন জায়গায় স্প্রে করলে ঘরে টিকটিকি আসে না। তবে মানুষের থেকে সাবধানে কাজটি করবেন।
৫. যে কোনো তামাকের কড়া গন্ধ টিকটিকি একদম সহ্য করতে পারে না। সামান্য কফি পাউডারের সঙ্গে তামাকের গুঁড়া মিশিয়ে গোল গোল করে বল তৈরি করে নিন। তার পর সেগুলো টিকটিকির আসার জায়গা গুলিতে রেখে দিন। টিকটিকি একদম আসবে না।
কিছু নিয়ম মেনে চলুন আর টিকিটিকি মুক্ত ঘর পান।
Highlights
1. আপনার বাড়িতে কি টিকটিকি-র উপদ্রব ?
2. কিছু নিয়ম মেনে চলুন আর টিকিটিকি মুক্ত ঘর পান
#টিকিটিকি #Tips #Bangla #News #Dunia Tips