Bangla News Dunia, জয় রায় :- অনেক সময় অনেকেই বিবাহ বহির্ভুত সম্পর্কের সাথে জড়িয়ে যান। আর তার কিছুদিন পর নিজের পার্টনারকে ঠকাবার জন্য নিজেই গ্লানি বোধ করেন। জীবন সাথির সাথে মনোমালিন্যে বা অন্য কোনো পার্সোনাল কারণে বা রাগের বসে অনেকেই বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু যখন বুজতে পারেন যে আপনি ভুল করে বসেছেন তখন কিছু করার থাকে না। আর এই পরিস্থিতি থেকে বেরোবার জন্য আপনাকে সঠিক পথে হাটতে হবে।
একটি সম্পর্ক সব সময় পারফেক্ট হয় না। তার মধ্যে কিছু মনোমালিন্য , ভালোলাগা খারাপ লাগা লেগেই থাকে। কিন্তু এই ছোট খাটো সমস্যা থেকে অনেক বোরো সমস্যায় জড়িয়ে পড়েন অনেকে। আর জীবনে তৃতীয় ব্যাক্তির প্রবেশ ঘটে অনেক সময়। তবে আপনি যদি এই সম্পর্ক থেকে বেরোতে চান তবে আগে দেখুন কি কারণে আপনি বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সেই কারণটি খুঁজে বের করার চেষ্টা করুন।
[ আরো পড়ুন :- একি করলেন অভিনেত্রী নিজের বাথ টবের ফটো পোষ্ট করে নেট দুনিয়ায় ভাইরাল হলেন। ]
আপনি যদি আপনার বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়ানোর কারণ খুঁজে পান তবে তার সমাধান আপনাকেই করতে হবে। আপনি যদি ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান তবে সেই তৃতীয় ব্যাক্তিকে বুঝিয়ে বলুন , আর তার সাথে সম্পর্ক শেষ করার পর আর কোনো যোগাযোগ রাখবেন না। যদি যোগাযোগ রাখেন তবে কোনো দিনই আপনার এই সম্পর্ক নষ্ট হবে না।
এর পর আপনার নিজের পার্টনারকে আপনার এই বিবাহ বহির্ভুত সম্পর্ক সমন্ধে জানাবেন কি না তা আপনার ভেবে দেখা উচিত। তবে আপনি যেই কারণে বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তা নিজের পার্টনারের থেকে পাবার চেষ্টা করুন। দরকার পড়লে তাকে বুঝিয়ে বলুন। আপনি তার কাছে কি চান।
নিজেরদের মধ্যে আরো বেশি করে সময় দিন। নিজেদের পুরোনো দিনের সেই স্মৃতি গুলো আবার মনে করুন। নিজেদের মধ্যে কোনো কারণে দূরত্ব বাড়লে তা মিটিয়ে নেবার চেষ্টা করুন। পারিবারিক দায়িত্বের বাইরেও নিজেদের দায়িত্বের কথা মনে রাখুন। নিজেদের সম্পর্ক ভালো হলে অবশই তৃতীয় ব্যাক্তি আপনার মনথেকে মুছে যাবে।
তবে সব সময় মনে রাখবেন বিবাহ বহির্ভুত সম্পর্ক তৈরি না করাই ভালো। কারণ এই সম্পর্কের ফলে আপনার নিজের সংসার নষ্ট হতে পারে। এমনকি আপনার জীবনও নষ্ট হতে পারে। কারণ ওই তৃতীয় ব্যাক্তি আপনাকে ভালো বাসার জন্য নয় আপনাকে উপভোগ করার জন্য আপনার সাথে সম্পর্ক তৈরি করেছে।