আপনি কি LIC করেছেন ? তবে এখুনি সাবধান হয়ে যান , না হলে ডুবতে পারে আপনার সব টাকা।

By Bangla News Dunia Desk

Published on:

Bangla news dunia, অজয় দাস:- LIC – র তরফ থেকে গ্রাহকদের সতর্ক করা হয়েছে , কারণ ফ্রড কল করে LIC এজেন্ট বা অফিস থেকে বলছি বলে বিভিন্ন গ্রাহকদের থেকে তাদের বিভিন্ন তথ্য চুরি করে নেওয়া হচ্ছে অথবা গ্রাহকদের বর্তমানে চলা LIC -র পলিসি সেলেন্ডার করার কথা বলছেন।

LIC Inder তরফ থেকে জানানো হয়েছে গ্রাহকদের তাদের LIC -র পলিসি সেলেন্ডার করিয়ে সেই টাকা অন্য স্কীমে লাগানোর কথা বলা হচ্ছে। গ্রাহকদের তাদের টাকার ভালো রিটার্ন দেবার প্রতিশ্রুতি দিয়ে ঠকানো হচ্ছে।

LIC Inder তরফ থেকে জানানো হয়েছে জানানো হয়েছে , গ্রাহকরা এই রকম কোনো ফোন কল পেলে তাতে কান দেবেন না ও কোনো কিছু জানার থাকলে LIC এজেন্টের সাথে কথা বলুন বা কোম্পানির সাথে কথা বলুন।

[ আরো পড়ুন :- ধোনির ভবিষ্যৎ ঠিক হবে আইপিএলে , দাবি রবি শাস্ত্রীর । ]

Bangla News Dunia Desk

মন্তব্য করুন