আবারও বাড়ছে করোনার দাপট ! বাড়িতে রাখুন কিছু গুরুত্বপূর্ণ জিনিস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : Omicron দাপটে বাড়ছে সংক্রমণের গ্রাফ। বঙ্গে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বেশিরভাগ করোনা রুগীর মৃদু উপসর্গ দেখা গেলেও সতর্ক থাকা প্রয়োজন। সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে বাড়িতে রাখুন এই গ্যাজেট গুলি। সবথেকে গুরুত্বপূর্ণ যন্ত্র পালস অক্সিমিটার। করোনা রুগীর রক্তে অক্সিজেনের পরিমাণ মাপা খুব গুরুত্বপূর্ণ। পালস অক্সিমিটার কেনার সময় দেখে নিন সেটা সঠিকভাবে কাজ করছে কি না। দেখুন কি কি কিনবেন ——

১. বাড়িতে একটি ডিজিটাল রক্তচাপ মাপার যন্ত্র রাখা প্রয়োজন।

২. ইনফ্রারেডের মাধ্যমে কাজ করে কনট্যাক্টলেস থার্মোমিটার। এই যন্ত্রের মাধ্যমে কোন ব্যক্তির থেকে প্রায় 1-2 মিটার দূরে দাঁড়িয়ে শরীরের তাপমাত্রা মাপা সম্ভব। এর ফলে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা কমে যায়।

৩. একটি করোনা টেস্ট কিট বাড়িতে রাখতে পারেন। 250 টাকা থেকে 300 টাকা দামে এই টেস্ট কিট কেনা যাবে। অনলাইনে ও স্থানীয় দোকান থেকে এই টেস্ট কিট কিনতে পারবেন।

৪. ডায়াবেটিক রুগী থাকলে রক্তে সুগারের পরিমাণ মাপার জন্য সঙ্গে রাখুন একটু গ্লুকোমিটার।

৫. রুগীর শরীরে অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন হলে ব্যবহার হয় অক্সিজেন কনসেনট্রেটর। স্থানীয় ওষুধের দোকানে ও অনলাইনে এই যন্ত্র কেনা যাবে।

৬. রক্তে অক্সিজেনের পরিমাণ মাপার জন্য ব্যবহার করতে পারেন একটি ফিটনেস ব্যান্ড। প্রায় সব ফিটনেস ব্যান্ডেই SpO2 সেন্সর থাকে। এই সেন্সরের মাধ্যমে রক্তে অক্সিজেনের পরিমাণ মাপা সম্ভব।

৭. শ্বাসকষ্টের সময় নেবুলাইজার ব্যবহার করলে দ্রুত স্বাভাবিক হয়ে উঠতে থাকেন রুগী। এই সময় বাড়িতে একটি নেবুলাইজার রাখতে পারেন। যে কোন ওষুধের দোকানে এই যন্ত্র পেয়ে যাবেন।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন