Bangla News Dunia , Pallab : ক্যান্সারের মত মারণ রোগ যেন ছড়িয়ে পড়েছে বিশ্বের কোণায় কোণায়। আর এই মারণ রোগই প্রাণ কেড়ে নিচ্ছে হাজার হাজার মানুষের। চিকিৎসার পিছনে কোটি কোটি টাকা খরচ করলেও ফেরানো যাচ্ছে না প্রাণ। বিশ্বের অন্যান্য দেশের মতো রাশিয়াতেও ক্যানসার রোগীর সংখ্যা বাড়ছে। কোলন, স্তন ও ফুসফুসের ক্যানসারে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। তবে এবার চিকিৎসা বিজ্ঞানে দেখা দিল আশার আলো। রাশিয়ার বিজ্ঞানীরা বিশ্বে প্রথমবারের মতো ক্যান্সারের জন্য একটি টিকা তৈরি করেছেন।
আরো পড়ুন:- পশ্চিমবঙ্গে শুরু চাকরির মেলা। নিজে গিয়ে ইন্টারভিউ দিয়ে কাজের সুযোগ, কবে কোথায়, জেনে নিন
রাশিয়ায় তৈরি হচ্ছে ক্যান্সার নিরাময় ভ্যাকসিন
গত সোমবার অর্থাৎ ১৬ ডিসেম্বর বিশ্বের উদ্দেশ্যে রাশিয়ান স্বাস্থ্য মন্ত্রক ক্যান্সারের টিকা সংক্রান্ত একটি ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার মতো একটি টিকা তাঁদের দেশ তৈরি করেছে। আর এই টিকা আগামী বছর অর্থাৎ ২০২৫-এর শুরু থেকে রাশিয়ায় ক্যানসার রোগীদের বিনামূল্যে দেওয়া হবে। এই একই দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতিমধ্যেই রাশিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেডিয়োলজি মেডিক্যাল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপ্রিন একটি রাশিয়ান রেডিয়ো চ্যানেলে এই ভ্যাকসিন সম্পর্কে তথ্য দিয়েছেন। জানা গিয়েছে, রাশিয়ার বিজ্ঞানীরা ‘এমআরএনএ’ বা মেসেঞ্জার আরএনএ প্রযুক্তির সাহায্যে ক্যানসারের প্রতিষেধক তৈরি করেছেন।
শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে
রিপোর্ট সূত্রে পরিচালক আলেকজান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন যে এই ভ্যাকসিন টিউমারের বৃদ্ধিকে বাঁধা দিতে পারে এবং ক্যানসার ছড়িয়ে পড়া রোধ করতে পারে। এমনকি এই ভ্যাকসিন প্রতিটি ধরনের ক্যানসার রোগীকে দেওয়া যেতে পারে। তবে এই ভ্যাকসিন এখন ক্যানসার প্রতিরোধে সাধারণ জনগণকে দেওয়ার পরিবর্তে ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়ালে দেখা গিয়েছে, টিকার ডোজে ক্যানসার রোগীদের শরীরে টিউমার কোষের বিভাজন বন্ধ হচ্ছে। অর্থাৎ প্রতিষেধকটি শরীরে এমন অ্যান্টিবডি তৈরি করছে, যা ক্যানসার কোষের ছড়িয়ে পড়া আটকাতে পারে।
প্রসঙ্গত, রাশিয়া এই টিকাটি কেবল তার দেশের নাগরিকদের জন্য তৈরী করেনি। বরং বিশ্বব্যাপী ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য ফ্রি সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হল বিশ্বব্যাপী ক্যান্সারের হার কমানো এবং লাখ লাখ জীবন বাঁচানো। তাই রাশিয়া সরকার ইতোমধ্যে এই প্রচারণার জন্য প্রচুর সম্পদ বরাদ্দ করেছে এবং ২০২৫ সালের মধ্যে এটি সম্পূর্ণভাবে বাস্তবায়িত করার লক্ষ্য নিয়েছে। এদিকে বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার এই নতুন ভ্যাকসিন যদি সফলতা অর্জন করে, তাহলে গোটা বিশ্বে এক আমূল পরিবর্তন আসবে। #End
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024