আয়ের নতুন দিশা দেখাচ্ছে এই ঘাস চাষ যার ফলে লাভবান হতে পারেন আপনিও

By Bangla News Dunia Desk Biswajit

Published on:

Bangla News Dunia, সারদা দে :- বিঘার পর বিঘা জমি জুড়ে সবুজ ঘাস। তবে মজার কথা হলো গরু কিংবা ছাগল কি ঘাস খাবে না।  এই ঘাস দিয়ে কার্পেট তৈরি করা হয়। ভারত ও বিদেশে এর চাহিদা বেশ ভালো। আপনাকে যা করতে হবে তা হল এই কার্পেটের মতো ঘাস বিছিয়ে বাড়ির ছাদে বা বাগানে। তাহলেই আপনার বাগান কিংবা বাড়ির ছাদের শোভা কয়েকগুন বৃদ্ধি পাবে। উত্তর 24 পরগণার নিউটাউন সংলগ্ন রাজারহাট পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ জমিতে সারা বছরই এর চাষ হয়। এই ঘাস চাষ করে কয়েক হাজার কৃষক তাদের জীবিকা নির্বাহ করছেন।

 

loan

রাজারহাট ব্লকের চাঁদপুর, পাথরঘাটা, বিষ্ণপুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বেশিরভাগ মাঠ পরিদর্শন করলে দেখা যাবে দিগন্তে সবুজ ঘাস। চাষিরা মেক্সিকান ঘাস, সিলেকশন গ্রাস চাষ করছেন। এতে তাদের আয়বৃদ্ধি হয়েছে দ্বিগুন। রাজারহাটের কৃষকরা এখন লাভের জন্য অন্য কোনো ফসল বা সবজির পরিবর্তে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন। এক বিঘা জমিতে বাছাই করা ঘাস চাষে প্রায় দুই হাজার টাকা মাটি, পাঁচ হাজার টাকা প্লাস্টিক, ছয় হাজার টাকা সার এবং সাত হাজার টাকা শ্রমিক লাগে। মোট খরচ প্রায় বিশ হাজার টাকা। দুই সপ্তাহের মধ্যে, ঘাস পূর্ণ আকারে বৃদ্ধি পায়। চাঁদপুরের এক কৃষক জানান, খোলা বাজারে তা বিক্রি হয় অন্তত পঞ্চাশ হাজার টাকায়।

আরো পড়ুন :জেনে রাখুন খামার এবং বাগানের জন্য মাটি প্রস্তুত করার সর্বোত্তম উপায়

ঘাস চাষীরা আড়াই বাই চার ফুট অর্থাৎ ১০ ফুটের ছোট কার্পেট তৈরি করে। এগুলিকে বড় বান্ডিলে গুটিয়ে গাড়িতে লোড করে  ভিন  রাজ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে চড়া দামে বিক্রি হয়। যে কার্পেট বাজারে  প্রতি বর্গফুট তিন থেকে চার টাকা পাইকারি দরে বিক্রি হয় , খুচরা বাজারে এর দাম প্রতি বর্গফুট দশ টাকা। রাজারহাটের একটি নামকরা নার্সারির মালিক বলেন, “ঘাস চাষে কখনই ক্ষতি হয় না। এর লাভ  এবং বিশ্বব্যাপী চাহিদা উভয়ই বাড়ছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে নিউটাউনের বিশ্ববাংলা সরণির ডিভাইডার মেক্সিকান ঘাস ও সিলেকশন গ্রাসের কার্পেটে মোড়ানো ছিল। হিডকোর একজন আধিকারিক বলেছেন যে এটি সহজে ক্ষতিগ্রস্ত হয় না, অনেকটা আগাছার মতো এবং রুক্ষভাবে ব্যবহার করা যেতে পারে। কিন্তু দেখতেও সুন্দর। তাই ইকো পার্ক সহ নিউটাউনের অনেক জায়গা সাজাতে ব্যবহার করা হয়েছে। বর্তমানে রাজারহাটের কৃষকদের পাশে দাঁড়িয়েছে কিছু সরকারি-বেসরকারি সংস্থাও। বিভিন্ন কর্পোরেট সংস্থার মধ্যেও সিলেকশন গ্রাসের চাহিদা বাড়ছে বলে জানিয়েছেন কৃষকদের একাংশ।

আরো পড়ুন : তিল চাষ করছেন ?জেনে নিন কিভাবে গ্রীষ্মকালে পোকার হাত থেকে রক্ষা করবেন

একটি বেসরকারি সংস্থার প্রধানের মতে, কোরিয়ান ঘাস বা মেক্সিকান ঘাস বেশ শক্তিশালী। কিন্তু সিলেকশন  ঘাস খুব নরম এবং চোখের পক্ষে আরামদায়ক । অফিস সাজাতে রাজারহাট থেকে সিলেকশন ঘাস আনা হয়েছে। রাজারহাটের ঘাস চাষীরা সরকারকে ঘাস চাষের প্রক্রিয়াটিকে আরও বিজ্ঞানসম্মত ও আধুনিক করার উদ্যোগ নিতে অনুরোধ জানিয়েছেন। এই  চাষের জন্য প্রয়োজনীয়  পরিকাঠামো ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন নার্সারির মালিকরা।

Bangla News Dunia Desk Biswajit

মন্তব্য করুন