Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভদ্র ব্যবহার এবং শান্ত-মিষ্টি স্বভাবের কারণে বন্ধু পরিজনেরা আপনাকে সবসময়ই ঘিরে থাকেন। আপনিও তাঁদের সঙ্গ উপভোগ করেন। নিজের সুখ দুঃখের কথা তাঁদের সঙ্গে শেয়ার করেন। আবার তাঁদের মধ্যেও কেউ কেউ আছেন, যাঁরা আপনার ভদ্রতা এবং সারল্যকে বাঁকা চোখে দেখে। আপনার উপর প্রভাব খাটাতে চায়। সদাই আপনার সমালোচনায় মুখর থাকতে ভালোবাসে। এই লক্ষণগুলি দেখলেই বুঝবেন এরা আপনার সঙ্গে মাইন্ড গেম খেলছেন। তাই এদের থেকে সাবধান!
অসংলগ্ন ব্যবহার
মাইন্ড গেম যারা খেলতে ওস্তাদ, তাদের ব্যবহারে অসংলগ্নতা বেশ স্পষ্ট থাকে। ছোটোখাটো বিষয় হোক বা গুরুত্বপূর্ণ কিছু, আপনাকে বিভ্রান্ত করে দিতে এরা ভালোবাসে। কখনও এরা বন্ধুর মতো ব্যবহার করবে, আবার পর মুহূর্তেই আপনার থেকে দূরে সরে যাবে। এই রকম স্বভাব দেখলে সাবধান হোন।
কাঠগড়ায় আপনি
অপরাধবোধ একটি শক্তিশালী আবেগ। যারা মনের খেলা খেলতে অভ্যস্ত, তারা এরকম ব্যবহার করতেও ওস্তাদ। যে কোনও ঘটনা বা আচরণের জন্য অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিতে পারে এরা। বন্ধু বা পরিচিতদের অপরাধবোধে বিদ্ধ করতে এদের জুড়ি মেলা ভার।
গ্যাসলাইটিং করতে ওস্তাদ
গ্যাসলাইটিং হলো এই ধরণের মানুষের একটি শক্তিশালী হাতিয়ার। কোনও ব্যক্তি বা পরিস্থিতি সম্পর্কে মনে সন্দেহ ঢোকানোর কৌশলটি এরা ভালোভাবে রপ্ত করে রেখেছে। পরে ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখা যাবে পুরোটাই ওই ব্যক্তির সাজানো।
নীরবে উপেক্ষা
যখনই সেই ব্যক্তি বুঝতে পারছেন যে আপনি কোনও কারণে তাঁর উপরে নির্ভরশীল, তখন তিনি আপনাকে ইচ্ছে করেই উপেক্ষা করতে শুরু করে। নিজের আচরণে আপনাকে দোষী, গুরুত্বহীন কিংবা উদ্বিগ্নবোধ করাতে থাকবে। অন্যকে মানসিক যন্ত্রণা দিতে পেরে এরা খুশি হয়।
নিরাপত্তাহীনতার ফায়দা
এই ধরনের লোকেরা নিজস্ব ত্রুটি বিচ্যুতিগুলিকে অস্বীকার করে এবং অন্যের উপর দোষ চাপিয়ে দেয়। অন্যের আচরণে নেতিবাচক মন্তব্য করতে থাকেন সর্বদা। অন্যের নিরাপত্তাহীনতার ফায়দা তোলে প্রতি মুহূর্তে। ক্রমে তাঁদের নিয়ন্ত্রণ করতেও শুরু করে। এমনকী অতীতের ভুল ধরিয়ে অন্যের আত্মবিশ্বাসেও আঘাত করতে এরা সিদ্ধহস্ত।
নিজেরা দায়িত্ব নেয় না
মাইন্ড গেমারদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, তারা তাদের কর্মের দায়িত্ব স্বীকার করে না। নিজের ভুলের জন্য অন্যকে দোষারোপ করে। পরিবর্তে অন্যের প্রতিক্রিয়ার উপরেও বেশি মনোযোগ দেয়। সদাই অন্যকে নিজের অনুগত থাকার প্রচেষ্টা চালিয়ে যায়।
আরও পড়ুন:- রাজ্য সরকারের WEBCSC সংস্থায় উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন
আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত