Bangla News Dunia, দীনেশ দেব :- নারীরা পুরুষদের বিভিন্ন জিনিস দেখে আকর্ষিত হয়ে থাকে। কিন্তু বেশিরভাগ নারীরা প্রথম পুরুষদের প্রতি কি ভাবে আকর্ষিত হয় জানালো গবেষকরা। একজন পুরুষের মধ্যে নারীরা বিভিন্ন জিনিস খোঁজার চেষ্টা করেন। তবে একদল ব্রিটিশ বিজ্ঞানী তাদের গবেষণার পরে জানালেন যে নারীরা সর্বপ্রথম পুরুষদের গলারস্বর ( কণ্ঠস্বর ) শুনে আকর্ষিত হন।
বর্তনাম সময়ে বেশিরভাগ মানুষই সোশ্যাল মিডিয়া ও ফোন ব্যবহার করেন। আর এর মধ্যেই কখনো ফোনে বা কখনো সামনা – সামনি দেখা করে কথা বলেন। তবে একটি মানুষকে দেখে তার চরিত্র বোঝা যায় না। গবেষণায় দেখা গেছে নারীরা পুরুষদের আওয়াজ শুনেই সেই পুরুষের সমন্ধে একটি ধারণা তৈরি করেন। যেমন পুরুষটির উচ্চতা কত , শারীরিক গঠন কেমন , সেই পুরুষের সেন্স অফ হিউমার আন্দাজ করার চেষ্টা করেন। অথাৎ পুরুষদের কণ্ঠস্বর নারী মনে গভীর রেখাপাত করে।
ফোনের উল্টোদিকে যেই ব্যাক্তিটি আছে সেই ব্যাক্তিটির কণ্ঠস্বর শুনে নারীমন চেষ্টা করে সেই পুরুষটি কতটা প্যাশনেট। গবেষণায় দেখা গেছে শব্দের স্পন্দন , কথার ব্যাখ্যা ও কণ্ঠস্বরের ওঠানামায় নারীর কাছে আসল বিষয়। ফোনের উল্টো দিকের মানুষটি কি বলছে সেটি অতটা গুরুত্বপূর্ণ নয়।
ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের একটি গবেষণায় দেখা গেছে , পুরুষদের কণ্ঠস্বর ভারী আর মেয়েদের কণ্ঠস্বর হাই পিচড হলে বেশিরভাগ মানুষই তাতে আকর্ষিত হন। যারা এই রকম মানুষের কণ্ঠস্বর শোনেন তারা ওই মানুষের শারীরিক গঠন মনে মনে কল্পনা করে নেন।
এছাড়া ১০ জন মহিলার উপর একটি গবেষণা করা হয় যেখানে একটি পুরুষের কন্ঠস্বরের রেকর্ড ১০ জন মহিলাকে শোনানো হয়। এই কণ্ঠস্বর শুনে মহিলারা ওই পুরুষের শারীরিক গঠন , যৌন আবেদন এমনকি মুখের গড়ন ও আচ করার চেষ্টা করেন।
এই গবেষণার রিপোর্ট বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানান , যেই সব পুরুষের কণ্ঠস্বর ভারী , সাবলিক ভাবে কথা বলেন , অহেতুক কোনো কথা বলেন না ও কনফিডেন্সের সাথে মানুষের সাথে কথা বলেন। সেই সব পুরুষকে নারীরা বেশি পছন্দ করেন।
Highlights:-
১. একজন নারীকে আর্কর্ষণের শক্তি লুকিয়ে আছে পুরুষের কণ্ঠে।
২. নারীরা পুরুষের কণ্ঠ শুনে তার প্রতি একটি ধারণা তৈরি করে।
৩. ভারী কণ্ঠস্বর , সাবলিক কথাবলা , কনফিডেন্সের সাথে কথা বলা পুরুষদের বেশি পছন্দ করেন নারীরা।
#banglanews #lifestyle #banglanewsdunia #relationship