একটি মেয়ের ভালোবাসার গল্প , যা আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ দেব :- একটি মেয়ে তার স্কুলের শিক্ষককে জিজ্ঞাসা করলো যে স্যার ভালোবাসা কি জিনিস । স্যার তখন সেই মেয়ে টিকে বললো তুমি স্কুলের সামনের ওই ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছ । সেই ক্ষেতে যাও আর সেখান থেকে সব থেকে সুন্দর ও বড়ো ভালো ভুট্টাটি ছিড়ে নিয়ে আশো। তবে একটি শর্ত আছে তুমি একবার যেই ভুট্টাটি পিছনে ফেলে এগিয়ে যাবা সেই ভুট্টাটি যতই ভালো হোক না কেন তা আর তুমি নিতে পারবে না ।

শিক্ষকের কথা মতো সেই মেয়েটি ভুট্টা ক্ষেতে যায় এবং এক লাইন থেকে ভুট্টা খুঁজতে শুরু করে। সে প্রথম থেকে ভালো ভালো ভুট্টা দেখে । তার পর সে ভাবে আগে আরো ভালো ভুট্টা আছে । তাই সে প্রথমের সেই ভুট্টা গুলো ফেলে চলে যায় । ক্ষেতের যত ভিতরে সে প্রবেশ করে সে দেখতে পায় যে ভিতরে ভালো ভুট্টা নেই। প্রথমেই ভালো ভুট্টা ছিল।

সে তখন ক্ষেতের মাঝে দাড়িয়ে পরে ও সামনের দিকে তাকিয়ে দেখে আগে আরো খারাপ ভুট্টা রয়েছে । সে তখন বুঝতে পারে যে সে ভালো ভুট্টা গুলো পিছনে ফেলে এসেছে । তখন সে শিক্ষকের কথা মতো, কোনো ভালো ভুট্টা না পেয়ে খালি হাতেই ফিরে যায়।

শিক্ষক তাকে জিজ্ঞাসা করলে সে বলে স্যার আমি ক্ষেতের প্রথমে ভালো ভালো ভুট্টা পেয়ে ছিলাম। কিন্তু আগে আরো ভালো ভুট্টা পাবার আশায় এগিয়ে যাই , কিন্তু যত সামনে গেছি ততোই বাজে ভুট্টা পেয়েছি । তাই আমি খালি হাতে আপনার কাছে ফিরে এসেছি।

স্যার এর সাথে ভালোবাসা কি জিনিষ তার সম্পর্ক কি ? স্যার তখন একটু হেসে উত্তর দেয় যে , আমরা ও যখন কোনো মানুষকে ভালোবাসি তখন আমরা অনেক সময় তাঁর থেকে ও বেশি ভালো মানুষ খোঁজার চেষ্টা করি। কিন্তু আমরা ভালো মানুষ খুঁজতে গিয়ে তাঁর থেকে ওই ভুট্টা ক্ষেতের মতো আরো বাজে মানুষ জীবনে পাই।

কিন্তু যখন আমরা বুঝতে পারি তখন আর সময় থাকে না। সেই পুরনো মানুষটির কাছে ফিরে যাবার। তাই ভালোবাসায় তুমি যাকে পেয়েছো তাঁর সাথে ভালো থাকার চেষ্টা করো। তাকে ছেড়ে গিয়ে আগে হয়তো আরো বাজে মানুষ তুমি পেতে পারো। হয়তো দূর থেকে সেই নতুন মানুষটিকে তোমার ভালো লাগবে , কিন্তু যখন তার সাথে কিছুদিন কথা বলবে ও চলবে তখন হয়তো বুঝতে পারবে যে আগের মানুষটি তোমার জন্য অনেক ভালো ছিল।

তাই প্রতিটি মানুষের উচিত হাতের কাছের মানুষটিকে নিয়ে ভালো থাকার চেষ্টা করার। ভালো খুঁজতে গিয়ে খারাপ না হয়ে যায়।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন