এবার বাজারে আসছে পুরুষদের গর্ভনিরোধক পিল !

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , দীনেশ দেব :- এতদিন বাজারে মহিলাদের জন্য গর্ভনিরোধক পিল ( ট্যাবলেট ) পাওয়া যেতো। কিন্তু এখন থেকে বাজারে আসতে চলেছে পুরুষদের গর্ভনিরোধক পিল। স্কটল্যান্ডের ডান্ডি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন , গবেষণা পুরোপুরি সফল হলে অল্প কিছু দিনের মধ্যেই  বাজারে আসতে চলেছে পুরুষদের গর্ভনিরোধক পিল।

যা একধারে সুরক্ষিত এবং কার্যকরী বলেই জানাচ্ছেন গবেষকরা। এবিষয়ে গবেষক অধ্যাপক ক্রিস ব্যারেট বলেন , মূলত অনিচ্ছাকৃত গর্ভধারণের দায়িত্ব বার্তায় মহিলাদের উপরেই। আর এই নিয়মটি বদলাতেই আমাদের এই গবেষণা। ফলে মহিলারা গর্ভনিরোধক পিল না খেলেও তার পুরুষ সঙ্গী গর্ভনিরোধক পিল খেলেই চলবে। এখন দেখার পুরুষরা এই পিল খেতে রাজি হন কিনা।

avilo home

আরো পড়ুন :- আপনার কি স্পার্ম কম ? এই ভাবে দ্রুত বাড়বে শুক্রাণু

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা কিছুটা কমলেও ঢিলেমি দেবেন না । এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- কোনো নারী আপনার প্রতি আসক্ত ? সেটি বুঝবেন কিভাবে

Bangla news dunia Desk

মন্তব্য করুন