Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনা আবহে বেড়াতে যেতে পারেন এই সমস্ত জায়গায় ! করোনা মহামারীর কারণে ঘরবন্দি থাকতে বাধ্য করেছে দীর্ঘদিন। লকডাউনের কড়াকড়ি শিথিল হয়ে শুরু হয়েছে আনলক পর্যায়। বহু রাজ্যেই পর্যটকদের জন্য দরজা খুলেছে। তবু এখনও বেড়াতে যাওয়ার সাহস যোগাতে পারছেন না অনেকেই। তবে এমন কয়েকটি পর্যটন ক্ষেত্র রয়েছে সেখানে করোনার ভয় ভুলেই বেড়াতে যেতে পারবেন। তবে সব জায়গাতেই মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ থাকা চাই।
এক নজরে দেখুন ——
১. গোয়ার সমুদ্র তট পর্যটকদের কাছে আকর্ষণীয়। গোয়া যেতে হলে আপনাকে কোনও করোনা পরীক্ষা না করালেও চলবে। ১৪ দিনের জন্য কোয়ারানটিনে থাকারও কোনও প্রয়োজন নেই।
২. বরফে মোড়া শৈল শহর সকলকে আকর্ষণ করে? তাহলে রওনা হতেই পারেন হিমাচল প্রদেশ। আপনাকে কোয়ারানটিনে থাকতে হবে না।
৩. পর্বত প্রেমী পর্যটকদের জন্য অসাধারণ ভ্রমণক্ষেত্র উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে শুরু হয়ে গিয়েছে চারধাম যাত্রাও। কোভিড নেগেটিভ সার্টিফিকেট ছাড়াই এই রাজ্যে যেতে পারেন। কোয়ারানটিনে থাকার কোনও নিয়ম নেই। তবে অনলাইনে সরকারি পোর্টালে নিজের নাম নথিভুক্ত অবশ্যই করাতে হবে।
৪. গুজরাতে ঘুরতে গিয়ে সেখানে ঢোকার আগে পর্যটকদের থার্মাল স্ক্যানিং করাতে হবে। উপসর্গ না থাকলে কোয়ারানটিনে থাকার কোনও প্রয়োজন নেই।
আরো পড়ুন :- ত্বকের জেল্লা ফেরাতে পান করুন এই বিশেষ পানীয়
৫. যদি ৫ দিনের কম সময়ের জন্য লাদাখে থাকার পরিকল্পনা করেন তাহলে কোয়ারনটিনে থাকার কোনও প্রয়োজন নেই। তবে ৯৬ ঘণ্টার পুরনো করোনা নেগেটিভ পরীক্ষার ফল দেখানো যাবে।
৬. উপসর্গহীন দেশের পর্যটকদের কর্নাটকে প্রবেশ করতে কোয়ারানটিনে থাকার কোনও প্রয়োজন নেই।
কিন্তু বেড়াতে যেতে হলে সরকারের সব স্বাস্থ্য বিষয়ক নির্দেশিকা মেনে চলুন। সামাজিক দূরত্ববিধি পালন করুন। করোনাকালে সতর্ক থাকুন।
Highlights
1. করোনা আবহে বেড়াতে যেতে পারেন এই সমস্ত জায়গায় !
2. বেড়াতে যেতে হলে সরকারের সব স্বাস্থ্য বিষয়ক নির্দেশিকা মেনে চলুন
#Tour #Covid