Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ক্যালেন্ডার বলছে মাসটা ফেব্রুয়ারি। বাজারে কুল বিক্রি হচ্ছে রমরমিয়ে। লাল থোকা ফুলে ভরে গেছে বাগানবিলাস। আর সকাল থেকে সন্ধে পর্যন্ত কুহু ধ্বনীতে আকাশ বাতাস মাতিয়ে রাখছে কোকিলের দল। বাতাসে যে প্রেম বইছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এই বসন্তের আবহাওয়ায় বেড়াতে যাওয়ার মজাই আলাদা। রাজ্য-দেশ অনেক তো হলো। এ বার একটু সাগর পেরিয়ে বিদেশ ভ্রমণটা সেরে ফেললে কিন্তু বেশ হয়। খরচ নিয়ে ভাববেন না। ৯ হাজারের কম খরচে বিদেশ যাত্রা সম্ভব হচ্ছে খাস কলকাতা থেকে। ঘুরে আসতে পারেন দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশগুলি থেকে।
মালয়েশিয়া
রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং পরিষ্কার ঝকঝকে নীল আকাশকে মাথায় রেখে মালয়েশিয়া ঘোরার সেরা সময় এই ফেব্রুয়ারি মাসটি। সে দেশে গিয়ে বন্যপ্রাণী দেখার ইচ্ছে হলে ঘুরে আসুন ল্যাঙ্কাউইয়ের কিলিম জিওফরেস্ট পার্ক থেকে। সেখানে নৌকায় চড়ে ঘুরে দেখুন ম্যানগ্রোভ অরণ্য আর বাদুড়দের গুহা। পেটপুজোয় রুচি থাকলে মালাক্কার রাস্তার ধারের দোকানগুলিতে বিন্দাস খাওয়া দাওয়া করুন। শুধু খাবারই নয়, এখানকার স্মৃতিসৌধ এবং প্রাণবন্ত পরিবেশও যথেষ্ট আকর্ষণীয়। পাশাপাশি পেনাং হিল ট্রেইল এবং পেনাং দ্বীপের মনোমুগ্ধকর দৃশ্য বুঝি উপরি পাওনা। কলকাতা থেকে কুয়ালালামপুরের ফ্লাইটের প্রাথমিক বিমান ভাড়া ৭,০৫১ টাকা। এ ছাড়াও, সেখানে ভারতীয়দের জন্য ভিসা-মুক্ত প্রবেশের ব্যবস্থা রয়েছে।
সিঙ্গাপুর
সিঙ্গাপুরের বোটানিক্যাল গার্ডেন UNESCO-র বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত একমাত্র গ্রীষ্মমণ্ডলীয় উদ্যান। সে দেশে গিয়ে ভ্রমণ শুরু করতে পারেন এই উদ্যান থেকেই। এ ছাড়াও সিঙ্গাপুরে গিয়ে চিকেন সাতে, ঝিনুকের অমলেট এবং চিলি কাঁকড়ার মতো ঐতিহ্যবাহী খাবারগুলি খেতে ভুলবেন না যেন। সঙ্গে খুদে সদস্য থাকলে তাকে নিয়ে অবশ্যই ঘুরে আসুন সেন্টোসার ইউনিভার্সাল স্টুডিয়ো থেকে। কলকাতা থেকে সিঙ্গাপুরের বিমানের প্রাথমিক টিকিটের মূল্য ৮,৯৯৮ টাকা।
থাইল্যান্ড
একেক বয়সের ভ্রমণকারীর কাছে থাইল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা একেক রকম। ফিরোজা রঙের জলের ধারে ফুকেট এবং ক্রাবির নির্মল সমুদ্র সৈকত থেকে শুরু করে ব্যাংকক এবং চিয়াং মাইয়ের ব্যস্ত রাস্তা কিংবা ঐতিহাসিক মন্দিরগুলি থাইল্যান্ডের অন্যতম আকর্ষণ। আপনি ওয়াট ফো এবং ওয়াট অরুণের মতো বিখ্যাত মন্দির পরিদর্শন করে, সে দেশের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন দেখে সময় কাটাতে চাইলে কাটাতেই পারেন। আবার চাইলে সেখানকার জমজমাট ও প্রাণবন্ত স্থানীয় বাজারগুলিও পায়ে হেঁটে দেখতে পারেন অনায়াসে। থাইল্যান্ডের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যে নিজেকে নিমজ্জিত করে নিতে পারবেন। অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য হাইকিং, স্নোরকেলিং, কায়াকিং এবং গভীর সমুদ্র ডাইভিংয়ের মতো ওয়াটার স্পোর্টস্-এরও ব্যবস্থা রয়েছে সেখানে। আর ব্যাংককের রাতের জীবনের কথা তো আর আলাদা করে বলে দিতে হবে না। কলকাতা থেকে ফুকেটের প্রাথমিক টিকিটের মূল্য ৭,৩২৩ টাকা।
আরও পড়ুন:- স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ করে এই ১০ জনপ্রিয় মোবাইল অ্যাপ, ব্যাটারি বাঁচানোর উপায় জেনে নিন