কাগজের কাপে চা পান করছেন ? তাহলে সাবধান

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কাগজের কাপে চা পান করছেন ? প্লাস্টিক বা কাগজের কাপে গরম পানীয় পান করা শরীরের পক্ষে কতটা নিরাপদ ? কি বলছেন বিশেষজ্ঞরা ? সম্প্রতি খড়্গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকেরা তথ্য দিয়েছেন , যা চা প্রেমীদের জন্যে সত্যিই বেশ চিন্তার। খড়গপুর আইআইটির গবেষকরা জানাচ্ছেন, চা পানের জন্য বানানো কাগজের কাপ থেকে মারাত্মক বিষ ঢুকছে শরীরে। যা শরীরে মারাত্মক ব্যাধি সৃষ্টি করতে পারে।

তাদের গবেষণা বলছে ডিসপোজেবল কাগজের কাপে এক ধরনের মারাত্মক রাসায়নিকের প্রলেপ থাকে। যা প্লাস্টিক বা পলিথিন দ্বারা নির্মিত হাইড্রোফোবিক ফিল্মের পাতলা আবরণ এটি কাগজের কাপের গায়ে লাগানো থাকে। আসলে গরম পানীয়ের দরুন কাগজ ভিজে যাওয়ার হাত থেকে কাপগুলিকে রক্ষা করে। গরম পানীয় যখন কাপে ঢালা হয় তখন সেই আবরণ গলে যায়। যা আমাদের শরীরের জন্য অতন্ত ক্ষতিকর।

আরো পড়ুন :- বুধবার থেকে শুরু ট্রেনে ভ্রমণ ! সতর্ক থাকতে যা যা করবেন

বিশেষজ্ঞরা বলছেন কাপে গরম জিনিস ঢালার ১৫ মিনিটের মধ্যেই প্লাস্টিকের স্তর গলে ছোট ছোট মাইক্রোপ্লাস্টিক উপাদানে ভেঙে যায়। ১০০ মিলি পাত্রে যদি গরম তরল ঢালা হয় তা প্রায় ২৫ হাজার মাইক্রো প্লাস্টিক পানীয় তরলের সঙ্গেই মিশে যায়। প্রতিবার চা পানের জন্য বিপুল পরিমাণে রাসায়নিক মানব শরীরে প্রবেশ করে। তাই চা পানের সময় কাগজের কাপ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এর জন্য ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধি শরীরে বাসা বাঁধতে পারে।

Highlights

1. কাগজের কাপে চা পান করছেন ?

2. ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধি শরীরে বাসা বাঁধতে পারে

#কাগজের কাপ # ক্যান্সার

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন