Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কিভাবে চিনবেন নকল ২০০০ টাকার নোট ! বাজারে ঘুরে বেড়াচ্ছে বহু টাকার নোট আপনি এটিএম থেকে তুলুন বা কারোর থেকে পান কিভাবে বুঝবেন সেটি আসল নাকি নকল। ২০০০ টাকার নোট নকলের অভিযোগ এসেছে বারবার। বাইরে থেকে আসছে নকল নোট তাতে চেয়ে গেছে বাজার। তাই একটু সাবধান হন আর চিনুন নকল টাকার নোট।
এক নজরে আসল নোট চেনার পদ্ধতি —-
১. আসল নোটের ক্ষেত্রে ২০০০ সংখ্যাটি লেখা রয়েছে দেবনাগরী হরফে।
২. মহাত্মা গান্ধীর ছবি রয়েছে ২০০০ টাকার নোটের মাঝখানে।
আরো পড়ুন :- এই দশটি নিয়মে বদলে ফেলুন নিজের ভাগ্য
৩. ২০০০ টাকার নোটে মাইক্রো লেটারে লেখা রয়েছে RBI ও 2000।
৪. ২০০০ টাকার নোটে রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের সই থাকবে নোটের ডানদিকে।
৫. অবশ্যই ২০০০ টাকার নোটের ক্ষেত্রে মহাত্মা গান্ধীর ছবি ও ২০০০ সংখ্যাটির জল ছবি থাকবে।
৬. ২০০০ টাকার নোটের ক্ষেত্রে রঙ বদলানো কালিতে নোটের ডানদিকে লেখা থাকবে ২০০০।
৭. ২০০০ টাকার নোটের ক্ষেত্রে চোখের ৪৫ডিগ্রি কোন করে আলোয় নোটটি ধরলে পিছন দিকে দেখা যাবে একটি অদৃশ্য ২০০০ লেখা।
৮. ২০০০ টাকার নোটের ক্ষেত্রে ডানদিকে থাকবে জাতীয় প্রতীক অশোক স্তম্ভর ছবি।
আরো পড়ুন :- চাকরিপ্রাথীদের জন্য সুখবর ! ১০ হাজার শূন্যপদে নিয়োগ ঘোষণা শ্রম মন্ত্রকের
৯. নোটের ডান দিকের নিচু ঘেঁষে ও বাঁদিক উপর ঘেঁষে সংখ্যাগুলি ক্রমশ ছোট থেকে বড় আকারে লেখা থাকবে।
১০. নোটের সিকিউরিটি লাইনে লেখা থাকবে RBI, Bharat ও দেবনগরী হরফে 2000 একটু নাড়াচাড়া করলে রঙ বদলে সবুজ থেকে হবে নীল।
তাই একটু সতর্ক থাকুন আর চিনতে পারবেন জালি নোট।
Highlights
1. কিভাবে চিনবেন নকল ২০০০ টাকার নোট !
2. একটু সতর্ক থাকুন আর চিনতে পারবেন জালি নোট
#Rupees #Note #Money #RBI