Bangla News Dunia , দীনেশ দেব :- যে মানুষ অত্যন্ত বুদ্ধিদীপ্ত অর্থাত্ যাঁরা ‘হাই ইন্টেলিজেন্স লেভেল’-এ রয়েছেন তাঁদের বন্ধুর সংখ্যা নিতান্তই কম, এমন কি অনেক সময় বন্ধু থাকেও না। এই সব মানুষেরা একা সময় কাটিয়েই বেশি সুখ অনুভব করেন। এটাকে অসামাজিক আচরণ হিসাবে ব্যাখ্যা করা ভুল। বরং বলা যায়, যেহেতু তাঁরা সমাজে এক রকমের সংখ্যা লঘু তাই তাঁরা একটু গুটিয়েই রাখেন নিজেদের।এমনটাই দাবি করছেন লণ্ডন স্কুল অফ ইকনমিক্স-এর এক অধ্যাপক।
আরো পড়ুন :- চীন ছেড়ে ভারতে ব্যবসায় আগ্রহী অ্যাপল, বিরাট পদক্ষেপ
#shortnews