Bangla News Dunia, Pallab : খারাপ সময় থেকে মুক্তি পেতে মেনে চলুন এই সকল জ্যোতিষ টোটকা, রইল ১০টি উপায়ের হদিশ —–
দুর্ভাগ্য দূর করতে হনুমানকে সিঁদুর দিন। প্রতি মঙ্গল ও শনিবার হনুমানজির পুজো করুন। আর হনুমানজিকে সিঁদুর নিবেদন করুন। সেই সিঁদুরের টিপ নিজে পরুন। এতে দুর্ভোগ তো কাটবেই সঙ্গে যে কোনও কাজে আসবে সাফল্য। মেনে চলুন এই সকল বিশেষ টিপস। হনুমানজির কৃপায় ঘটবে উন্নতি।
কর্পূর ও লবঙ্গ দিয়ে দেব-দেবীর আরতি করুন। প্রতিদিন ঘরে সকলেই সন্ধ্যারতী করে থাকেন। নিজের গৃহদেবতার পুজোয় বিশেষ টোটকা মেনে চলুন। কর্পূর ও লবঙ্গ দিয়ে দেব-দেবীর আরতি করা শুভ। এতে জীবনের সকল জটিলতা কেটে যাবে। নানা কারণে আসতে পারে খারাপ সময় তার থেকে মুক্তি পেতে মেনে চলুন এই সকল টিপস।
আরও পড়ুন:– ২০২৫-এ কেমন হবে ভারতের সঙ্গে রসায়ন? জানালেন বাংলাদেশের সেনাপ্রধান
হলুদ কাপড়ে ছোট নারকেল বেঁধে রান্নঘরের পূর্ব কোণে রাখুন। এতে সকলের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। অনেক সময় পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে জটিলতা লেগেই থাকে। এর থেকে মুক্তি পেতে মেনে চলুন এই সকল টিপস। রান্না ঘরে এই বিশেষ উপায় নারকেল রেখে দিন। এতে সমস্যা থেকে মিলবে মুক্তি।
শুক্লপক্ষের প্রথম শুক্রবার একটি রুপোর বাক্সে হলুদ ও সিঁদুর মিশিয়ে নিন। তা মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিন। পুজোর করুন মায়ের। তারপর বাড়িতে যে স্থানে টাকা রাখেন সেই স্থানে তা রেখে দিন। আর্থিক সমস্যা লেগেই থাকে অনেক সময়। আর্থিক ক্ষতি চলতে থাকে। এর থেকে মুক্তি পেতে চাইলে মেনে চলুন এই টোটকা।
পিঁপড়কে চিনি মিশিয়ে ময়দা খাওয়ান। এতে সৌভাগ্য লাভ করবেন। একটি পাত্রে ময়দার সঙ্গে চিনি মিশিয়ে নিন। তা পিঁপড়েকে খাওয়াতে পারেন। অনেক সময় দুর্ভাগ্যের কারণে নানান কাজ আটকে থাকে। সেই সকল জটিলতা থেকে মুক্তি পেতে মেনে চলুন এই বিশেষ টিপস।
নিত্য পুজোর সময় বিশেষ টোটকা মেনে চলতে পারেন। এতে মিলবে উপকার। প্রতিদিন পুজোর সময় দেবতাকে টাটকা ফুল অর্পন করুন। এই নিয়ম মেনে পুজো করলে সাফল্য মিলবে। জীবনের যে কোনও জটিলতা থেকে মুক্তি পেতে পারেন। ঘটবে ভাগ্যে উন্নতি। খারাপ সময় থেকে মুক্তি পেতে মেনে চলুন এই সকল জ্যোতিষ টোটকা।
হলুদের সঙ্গে জাফরান মিশিয়ে কপালে লাগান। প্রতি বৃহস্পতিবার এই টোটকা পালন করুন। এতে মিলবে উপকার। দুর্ভোগ তো কাটবেই সঙ্গে যে কোনও কাজে আসবে সাফল্য। মেনে চলুন এই সকল বিশেষ টিপস। দেব দেবীর কৃপায় ঘটবে উন্নতি। মেনে চলুন বিশেষ টিপস।
বৃহস্পতিবার একটি নারকেল নিন তা হলুদ কাপড়ে মুড়ে নিন। এবার তা বিষ্ণু মন্দিরে দিয়ে আসুন। এই টোটকা বেশ কার্যকরী। প্রতি বৃহস্পতিবার এই টোটকা পালন করুন। নারকেল বিষ্ণু মন্দিরে দান করলে ভগবান বিষ্ণু তুষ্ট হবেন। এতে সকল জটিলতা থেকে মিলবে মুক্তি। মেনে চলুন এই বিশেষ টিপস।
পালন করতে পারেন তুলসী পাতার টোটকা। প্রতিদিন তুলসী পাতা নিন। তা হাতে রেখে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। ১০৮ বার জপ করুন। এবার তা খেয়ে নিন। টানা ২ মাস এই টোটকা পালন করুন। এতে মিলবে উপকার। দূর হবে খারাপ সময়।
আরও পড়ুন:– বিমানযাত্রীদের জন্য সুখবর, ডোমেস্টিক ফ্লাইটেও মিলবে Wi-Fi পরিষেবা, কিভাবে এই সুবিধা পাবেন ? জানুন
JOB : ভারতীয় সেনায় SSC অফিসার নিয়োগ 2025https://t.co/YuunH7IhJC
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
JOB : রেলওয়ে TTE নিয়োগ 2025, দেখুন আপনার কি কি জানা দরকারhttps://t.co/NjdMR6XBIM
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
CRPF কনস্টেবল নিয়োগ 2025 : দেখুন আবেদন, যোগ্যতা এবং নির্বাচন বিশদেhttps://t.co/oVAvn83dXS
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025