গরমে এসি কেনার কথা ভাবছেন ?কেনার আগে দেখে নিন আমাদের বায়িং গাইড

By Bangla News Dunia Desk Biswajit

Published on:

Bangla News Dunia, সারদা দে :-  শীতের মরসুম শেষে গরম আবার ফিরে এসেছে  আর এই  গ্রীষ্ম শুরু হওয়ার আগেই অনেকেই এসি  কিনতে শুরু করেছেন কিংবা  কেনার কথা ভাবছেন  । সামনেই পয়লা বৈশাখ।  ফ্লিপকার্ট কিংবা আমাজনে কিছুদিন পর থেকেই নানা রকমের অফার আসবে। বর্তমানে এয়ার কন্ডিশনারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অফার ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে।

ভীষণ গরমে এসি মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত প্রায় প্রত্যেকেই কিনতে চান। সেই জন্য দাম ও ছাড় দিয়ে নাগালের মধ্যেই চলে আসে। তার উপরে এমআই এর অপশন তো রইলই।  তবে এয়ার কন্ডিশনার কেনার আগে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। আজ রইলো আমাদের এসি বায়িং গাইড যার থেকে  জেনে  নিতে  পারবেন প্রয়োজনীয় কিছু জিনিস  যা অনলাইনে এসি কেনার আগে জেনে রাখা প্রয়োজন।

এসি বায়িং গাইড

স্প্লিট এয়ার কন্ডিশনার নাকি  উইন্ডো এয়ার কন্ডিশনার –

উইন্ডো এয়ার কন্ডিশনার বা উইন্ডো এসির  বিভিন্ন ধরনের আছে। ১ টন , ১.৫  টন  এবং 2 টনের  নানা মডেলের এসি পাওয়া যায় । এর থেকে নিজের দরকারি এবং পছন্দসই মডেল বেছে নিতে হবে।  কিন্তু উইন্ডো এয়ার কন্ডিশনার একটু বেশি জায়গা নেয়। তাছাড়া  উইন্ডো এয়ার কন্ডিশনারগুলির ক্ষেত্রে শব্দের মাত্রা একটু বেশি থাকে।

অন্যদিকে , স্প্লিট এয়ার কন্ডিশনার বা স্প্লিট এসির  ক্ষেত্রে আওয়াজ  উইন্ডো এয়ার কন্ডিশনার থেকে কম। স্প্লিট এয়ার কন্ডিশনার কম জায়গা নেয় । তবে এই ক্ষেত্রে, আপনাকে আপনার বাড়ির আকার এবং চাহিদা অনুযায়ী  স্প্লিট এয়ার কন্ডিশনার কিনতে হবে। স্প্লিট এসির  দুটি ভাগ  রয়েছে। একটি ভেতরের  এবং অন্যটি বাইরের অংশ।  বাজারে বর্তমানে  বিভিন্ন মডেলের এবং  ভালো  ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার রয়েছে। এর থেকে এইবার নিজের পছন্দ এবং পকেট বুঝে কেনার পালা।

আরো পড়ুন :- শেষ পাতে দই খেতে পছন্দ করেন ? সহজ পদ্ধতিতে বাড়িতে বানান মিষ্টি দই

১ টন নাকি  বা ১.৫  টন  এসি  কিনবেন 

বাজারে ১ টন, ১.৫ টন এবং ২ টন এয়ার কন্ডিশনার  রয়েছে। তবে এসি কোথায় লাগাবেন সেই জায়গার উপরে ভিত্তি করে কেনা প্রয়োজন।  ছোট বাড়ির জন্য  যেখানে ১ টন হলে চলে যাবে সেখানে  মাঝারি বাড়ির জন্য ১.৫  টন লাগবে।  অন্যদিকে বড় বাড়ির জন্য ২ টন এসি দরকার। তাই ঘরের আকার অনুযায়ী এয়ার কন্ডিশনার নির্বাচন করতে হবে।

আরো পড়ুন :- কম খরচে বিদেশ ভ্রমনে যাবেন ? অবশ্যই দেখুন বেশ কিছু জায়গার বিবরণ

বৈদ্যুতিক বিল 

এসি লাগলেও অনেকেই বিদ্যুৎ খরচের কথা মাথায় রেখে কম ব্যবহার করেন।  অনেকে আবার বেশি বিল আসবে এই ভেবে কেনার ইচ্ছে থাকলেও কিনতে ভরসা পাচ্ছেন না।  বর্তমানে এসি  যারা বানাচ্ছেন তারা ক্রেতার বিদ্যুতের বিলের দিকটা মাথায় রেখেই বানাচ্ছেন। তাই এসি চালানো মানেই যে মোটা রকমের বিদ্যুতের বিল আসবে সেটা এখন পুরোনো ধারনা হয়ে গেছে। এসি চালানোর সাথে বিদ্যুতের বিল কতটা আসবে তা নিয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে।

একটি এয়ার কন্ডিশনার জন্য প্রয়োজনীয় বিদ্যুতের পরিমাণ এয়ার কন্ডিশনার মডেলের উপর নির্ভর করে। বাজারে বর্তমানে 2 ষ্টার , 3 ষ্টার এবং 5 ষ্টার এয়ার কন্ডিশনার রয়েছে। এয়ার কন্ডিশনার মডেল অনুযায়ী বৈদ্যুতিক খরচ হয় এবং সেই অনুযায়ী বৈদ্যুতিক বিল আসে। তবে ষ্টার যত বেশি হবে বিল ততো কম আসবে। তাই দেরি না করে কিনে ফেলুন নিজের পছন্দের এসি আর গরমে কষ্টের হাত থেকে রেহাই পান।

Bangla News Dunia Desk Biswajit

মন্তব্য করুন