Bangla News Dunia , অজয় দাস :- গীতার বাণী যেই ব্যাক্তি অক্ষরে অক্ষরে পালন করেন তার জীবনে কোনো দুঃখ থাকতে পারে না , তারই সাথে তার জীবনে উন্নতি ও সাফল্য আশা বদ্ধতা মূলক। গীতায় ভগবান শ্রী কৃষ্ণ তার বাণী দিয়ে গেছেন যা যা কয়েক যুগ আগে। কিন্তু এখনো সেই বাণী সমাজে প্রযোজ্য , তা ব্যাবসায় হোক বা কর্মে বা সাংসারিক জীবনে।
আমাদের জীবনে সাফল্য লাভই যে কোনো কাজের প্রধান লক্ষ হয়ে থাকে। কিন্তু শুধু সাফল্য নয় কাজের শেষে ব্যার্থতায় আসতে পারে। তখনই মানুষ ভেঙে পরে। তাই কোনো কাজ করার আগে যদি ব্যার্থতার চিন্তা আপনাকে গ্রাস করে তাহলে সেই কাজের প্রতি উৎসাহ আপনি হারিয়ে ফেলবেন। অতএব কাজের শেষে পরিমান কি ঘটবে তা না ভেবেই কাজ করে যেতে হবে আপনাকে। এই ভাবনা থেকেই গীতার বিখ্যাত উক্তি ” নিষ্কাম কর্মে ” – র তত্ত্বের উদ্ভব। ফলের কথা না ভেবেই যারা কাজ করে যান তারাই সর্বতোভাবে নিজেকে উৎসর্গ করতে পারেন নিজের কাজে।
আরো পড়ুন :- চাণক্যে নীতি : যেকোনো সম্পর্কের বন্ধন সুদৃঢ় করতে পন্ডিত চাণক্যের এই চারটি নীতি মেনে চলুন
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা কিছুটা কমলেও ঢিলেমি দেবেন না । এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- চানক্য নীতি : এই প্রকার লোকেদের জীবনে আর্থিক সমস্যা লেগেই থাকে