Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ঘুম থেকে উঠে করুন এই কাজটি। পৃথিবীতে এমন মানুষ খুবই বিরল যে কোটিপতি হতে চাইনা, অর্থাৎ সব মানুষই কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন । এমনকি কোটিপতি হওয়ার লক্ষ্যে অনেক মানুষ জ্যোতিষীর কাছেও যান এবং জ্যোতিষীদের কাছ থেকে অনেক টোটকা, তাবিজ, দামি রত্ন অব্দি ধারণ করে থাকেন। বেশিরভাগ মানুষই অর্থের সমস্যায় ভোগেন , জন্মছকে কোনো গ্রহের কারনে এই সমস্যা হতে পারে। কিন্তু তারা জানেনা খুব সহজেই এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
প্রসঙ্গত এই পদ্ধতিটি খুবই সহজ বিনা অর্থ ছাড়াই কিছু পদ্ধতি অবলম্বন করলেই অর্থের সমস্যার সমাধান হতে পারে। আমারা সবাই জানি সৌরমন্ডলে সূর্যকেই সব গ্রহ প্রদক্ষিণ করে চলেছে। তাতেই বোঝা যায় সূর্য হলো প্রধান। জ্যোতিষমতে সূর্যকে গ্রহরাজ বলা হয়, অর্থাৎ যার কাছে সূর্য আছে তার আর কোন কিছুর প্রয়োজন নেই। তিনি সকল জীবজগতের শক্তির উৎস।
তাই এই টোটকাটি রবিবার দিনেই করতে হবে অর্থাৎ সূর্যদেবের পুজো করতে হবে। পুজোর কিছু নিয়ম-বিধি আছে কিন্তু নিয়ম-বিধিগুলো খুবই সহজ। নিয়মবিধি হলো রবিবার দিন ভোর বেলায় উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে সূর্য প্রণাম করতে হবে মন্ত্র উচ্চারণ সহিত। এবং পারলে সে দিন নিরামিষ খাওয়াই শ্রেয়। নিয়মটি মেনে চলুন অবশ্যই ভক্তি ও শ্রদ্ধা সাথে। কিছুদিনের মধ্যেই আপনি এর ফল দেখতে পাবেন এবং অর্থকষ্টের হাত থেকেও ধীরে ধীরে মুক্তি পাবেন।
Highlights
1. ঘুম থেকে উঠে করুন এই কাজটি
2. এই টোটকাটি রবিবার দিনেই করতে হবে
#Life Style #SUN