চলতি বছরে রাখি বন্ধন কবে ? জানুন এই উৎসবের কাহিনী

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : রাখি বন্ধন পালিত হতে চলেছে আগামী ১১ অগাস্ট। ভারতীয় সংস্কৃতিতে রাখি বন্ধন উত্‍সবের বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাই ও বোনের মধ্যে সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করতে উত্‍সব পালিত হয়। এদিন বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে তাঁর দীর্ঘ নীরোগ জীবনের জন্য কামনা করেন। আর ভাইয়েরা বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। ভাইফোঁটার মতো এই উত্‍সব প্রায় গোটা দেশজুড়েই পালিত হয়।

রাখি পূর্ণিমা থেকেই শ্রাবণ মাস শেষ হয়ে ভাদ্র শুরু হয়। প্রাচীণ ভারতেও এই উত্‍সব পালিত হত। বৈদিক যুগে এই প্রথা রক্ষা সূত্র নামেই প্রচলিত ছিল। পরে এটি রাখি নামে পরিচিত হয়। রাখি পূর্ণিমা থেকেই শ্রাবণ শেষ হয়ে ভাদ্র মাস শুরু হয়। রাখি পূর্ণিমার দিন এই বছর বিশেষ রবিযোগ পড়েছে। তার ফলে আরও বৃদ্ধি পেয়েছে এই উত্‍সবের মাহাত্ম্য।

অনেকে এই দিনটিকে কাজরী পূর্ণিমাও বলে থাকেন। এই বছর এই পবিত্র উত্‍সব পালিত হবে আগামী ১১ অগাস্ট, বৃহস্পতিবার। সেদিন পূর্ণিমা পড়বে সকাল ১০টা ৩৮ মিনিটে, পূর্ণিমা তিথি থাকবে পরের দিন ১২ অগাস্ট সকাল ৭টা ৫ মিনিট পর্যন্ত। রাখি পরানোর শুভ সময় রয়েছে ১১ অগাস্ট সকাল ৯টা ২৮ মিনিট থেকে রাত ৯টা ১৪ মিনিট পর্যন্ত। রবিযোগ শুরু হবে ১১ অগাস্ট সকাল ৫টা ৪৮ মিনিট থেকে সকাল ৬টা ৫৩ মিনিট পর্যন্ত। অমৃত কাল চলবে ১১ অগাস্ট সন্ধে ৬টা ৫৫ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত।

avilo construction

রাখি বন্ধনের নিয়ম —–

১. বোনের হাত থেকে রাখি পরার জন্য ভাইকে পূর্ব দিকে মুখ করে বসতে হবে এবং বোন রাখি বাঁধার জন্য পশ্চিম দিকে মুখ করে বসবেন।

২. ভাইয়ের ডান হাতের কবজিতে রাখি পরিয়ে দিয়ে তাঁর মাথায় চন্দনের তিলক পরিয়ে দেবেন বোন।

৩. আরতি করার পর ভাই ও বোন মিষ্টিমুখ করুন।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন