চাইলে বাঁচতে পারেন অনেক বছর ! দেখুন কিভাবে সম্ভব

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- চাইলে বেঁচে থাকতে পারেন অনেক বছর ! যদি না চেপে বসে মারাত্বক অসুখ বা দূর্ঘটনা। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আমেরিকার সাহিত্যিক মার্ক টোয়েনের গবেষণায়। মানুষের আয়ু সর্বোচ্চ কত  হতে পারে ?  তার জন্য ঠিক ঠিক কী কী করতে হবে তা জানার চেষ্টায় একদল বিজ্ঞানী।

‘নেচার কমিউনিকেশন’ নামক এক জার্নালে বলা হয়েছে, ১২০-১৫০ বছর পর্যন্ত আয়ু থাকতে পারে মানুষের। কারণ মৃত্যু হল একটি জৈবিক প্রক্রিয়া। শরীরের ডায়নামিক অর্গ্যানিজম স্টেট ইন্ডিকেটরের স্কোর জানিয়ে দেবে কতদিন বাঁচতে পারেন আপনি। আর সেই স্কোরে সেঞ্চুরি মানে ১০০ হাঁকালে রেডিও থেকে ভিডিও কলের মতো দীর্ঘ জীবনে জার্নি করার সুযোগ মিলবে আপনার।

Happy_Old_Man

বার্ধক্য যখন আসে, তখন শরীরে নানা রকম পরিবর্তন আসে। এই গবেষণায় মানুষের হাঁটাচলা থেকে যাবতীয় সবকিছুতে গবেষণা হয়েছে। মূলত, ব্রিটেন, আমেরিকা ও রাশিয়ার অনেক মানুষকে নিয়ে চলেছে সমীক্ষা। সিঙ্গাপুরের একদল বৈজ্ঞানিক সর্বাধিক বয়স মাপার জন্য বিশেষ কিছু ইন্ডিকেটর্স তৈরি করেছে। যার নাম দেওয়া হয়েছে ডায়নামিক অর্গ্যানিজম স্টেট ইন্ডিকেটর। জানা যায়, মানুষ কত বছর পর্যন্ত বাঁচতে পারে।

এক্ষেত্রে রক্তে উপস্থিত শ্বেত কণিকা, লোহিত কণিকা এবং অনুচক্রিকা-র হিসেব করা হয়। বয়স বাড়া মানে শরীর বিদ্যায় বলা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমশ কমতে থাকে মানুষের। ডায়নামিক অর্গ্যানিজম স্টেট ইন্ডিকেটরের স্কোর যত কম হবে, নির্দিষ্ট মাপকাঠি অনুয়ায়ী তত কম বয়স পর্যন্ত বাঁচবেন ব্যক্তি। এখন এটা কীভাবে সম্ভব হতে পারে তার জন্য দীর্ঘ গবেষণা এখনও চলছে।

” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “

বিশেষ বিজ্ঞপ্তি :সারা দেশে করোনা সংক্রমন নিম্নমুখী। কিন্তু সচেতন থাকতেই হবে। মাস্ক পড়ুন আর স্বাস্থ্য বিধি মেনে চলুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন