চাণক্যের মতে , যুবকদের মধ্যে এই অভ্যাস থাকলেই ভবিষৎ হবে অন্ধকার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ দেব :- পন্ডিত চাণক্যকে ভারতের তথা সারা বিশ্বের অন্যতম বিজ্ঞ পন্ডিত বলে মনে করা হয়। তার বলে যাওয়া বাণী চাণক্য নীতি নামে পরিচিত। অনেক মানুষ আছেন যারা তাদের জীবনে চাণক্য নীতি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করেন।  কারণ পন্ডিত চাণক্য মানুষের জীবনের প্রতি যেই দৃষ্টি ভঙ্গি রেখেছেন তা আজও প্রাসঙ্গিক।

চানক্য একজন পন্ডিতের পাশাপাশি একজন শিক্ষক ও ছিলেন। তিনি তখনকার সময়ের বিশ্ব বিখ্যাত তক্ষশীলা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিলেন। পন্ডিত চানক্য এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে ছিলেন ও পরবর্তী কালে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও হন তিনি। তিনি জানান যুব শক্তি যেকোনো জাতির সর্বশক্তি। এই কারণের চাণক্য যুব সমাজকে নির্দিষ্ট কিছু অভ্যাস থেকে দূরে থাকতে বলেছেন।

আরো পড়ুন :- চানক্য নীতি : চাণক্যের মতে এই ৫ জাগায় বসবাস করা উচিত নয়

১. পন্ডিত চাণক্যের মতে প্রতিটি যুবককে বিলাসিতা থেকে দূরে থাকা উচিত। যেই যুবক তারা তারুণ্য কালে এই জিনিস থাকে দূরে থাকেন তিনি জীবনে সফলতা পান। যুব সমাজের মধ্যে এমন কোনো আসক্তি থাকা উচিত নয় যা যুব সমাজের লক্ষ অর্জনে বাধা হয়ে দাঁড়ায়।

২. পন্ডিত চাণক্যের মতে , যুব সমাজকে নেশা দ্রব্যে থেকে দূরে থাকা প্রয়োজন। কারণ কোনো বাজে অভ্যাস যৌবনকে নষ্ট করে দিতে পারে।

avilo digital marketing

৩. পন্ডিত চাণক্যের মতে , প্রতিটি যুবককে আসক্তি থেকে দূরে থাকা উচিত। মহিলা বা জুয়া জাতীয় আসক্তি থেকে দূরে থাকতে পারবে ওই যুবক জীবনে সফল হবেনই।

৪. পন্ডিত চাণক্যের মতে , যুব সমাজকে অহংকার থেকে মুক্ত থাকা উচিত। কারণ অহংকার মানুষকে সঠিক পথ থেকে সরিয়ে দেয়।

৫. পন্ডিত চাণক্যের মতে , যুব সমাজকে সর্বদা জ্ঞান অর্জন করা উচিত। জ্ঞান হলো সেই জিনিস যা যুব সমাজকে সমৃদ্ধ করবে।

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

আরো পড়ুন :- চানক্য নীতি : এই প্রকার লোকেদের জীবনে আর্থিক সমস্যা লেগেই থাকে

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন