চাণক্যে নীতি : যেকোনো সম্পর্কের বন্ধন সুদৃঢ় করতে পন্ডিত চাণক্যের এই চারটি নীতি মেনে চলুন

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia  , অজয় দাস :- পন্ডিত চাণক্যকে ভারতের তথা সারা বিশ্বের অন্যতম বিজ্ঞ পন্ডিত বলে মনে করা হয়। তার বলে যাওয়া বাণী চাণক্য নীতি নামে পরিচিত। অনেক মানুষ আছেন যারা তাদের জীবনে চাণক্য নীতি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করেন। কারণ পন্ডিত চাণক্য মানুষের জীবনের প্রতি যেই দৃষ্টি ভঙ্গি রেখেছেন তা আজও প্রাসঙ্গিক।

পন্ডিত চাণক্য মানুষের বিভিন্ন সম্পর্কের বন্ধন সুদৃঢ় করার জন্য বিভিন্ন মত প্রকাশ করেছে। তিনি বলেছে একটি ব্যাক্তির উচিত সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখা। কারণ মানুষের জীবনে ভালো সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। তাই কখনো ভালো মানুষের সাথে সম্পর্ক ভাঙা উচিত নয়। চলুন পন্ডিত চাণক্যের চারটি নীতি সমন্ধে জেনে নেওয়া যাক –

আরো পড়ুন :- চানক্য নীতি : এই প্রকার লোকেদের জীবনে আর্থিক সমস্যা লেগেই থাকে

১. সম্পর্কে ভালোবাসা ও বিশ্বাস থাকা জরুরি :- পন্ডিত চাণক্যের মতে , কোনো মানুষ সকলের কাছে প্রিয় হয় না। তাই যার সাথেই সম্পর্ক স্থাপন হোক না কেন তাকে ভালোবাসা ও তার বিশ্বাস অর্জন করা জরুরি। কারণ যেকোনো সম্পর্ক দীর্ঘদিন ভালোবাসা ও বিশ্বাসের উপরেই টিকে থাকে।

২. সর্বদা নিজের আচরণ সঠিক রাখুন :- পন্ডিত চাণক্যের মতে , যেই ব্যাক্তির কথা মধুর ও ব্যবহার এবং আচরণ নরম , তারা সকলের কাছে প্রিয় হয়ে থাকেন। আর মধুর কথা দ্বারা কঠোর মনকে ও দুর্বল করা যায়। তাই নিজের ব্যবহার ও আচরণ ঠিক করুন।

avilo home

৩. নিজের অহংকার ত্যাগ করুন :- কথায় আছে অহংকার পতনের মূল। পন্ডিত চাণক্যের মতে , অহংকার মানুষের এমন এক গুন যা খুব ভালো সম্পর্কও ভেঙে দিতে পারে। অহংকারের কারণেই মানুষ মানুষের থেকে দূরে সরে যায়।

৪. মর্যাদা বজায় রাখা :- পন্ডিত চাণক্যের মতে , শ্রদ্ধা , মর্যাদা , সন্মান কোনো সম্পর্কে যতদিন থাকবে তত দিন ওই সম্পর্ক ভালো থাকবে। নিজের বিপরীতে থাকা মানুষের প্রতি মর্যাদা থাকা কোনো সম্পর্কের বন্ধনকে সুদৃঢ় করার জন্য অত্যান্ত জরুরি। যেই ব্যাক্তি নিজের অহংকার ত্যাগ করে অন্যকে সন্মান ও মর্যাদা করেন তিনি সর্বদা মানুষের সহযোগিতা পান।

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- চাণক্যের মতে , যুবকদের মধ্যে এই অভ্যাস থাকলেই ভবিষৎ হবে অন্ধকার

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন