Bangla News Dunia, দীনেশ দেব :- পন্ডিত চাণক্যকে ভারতের তথা সারা বিশ্বের অন্যতম বিজ্ঞ পন্ডিত বলে মনে করা হয়। তার বলে যাওয়া বাণী চাণক্য নীতি নামে পরিচিত। অনেক মানুষ আছেন যারা তাদের জীবনে চাণক্য নীতি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করেন। কারণ পন্ডিত চাণক্য মানুষের জীবনের প্রতি যেই দৃষ্টি ভঙ্গি রেখেছেন তা আজও প্রাসঙ্গিক।
পন্ডিত চাণক্যের মতে , একজন ব্যাক্তি তার ভালো কাজ ও মন্দ কাজের দাঁড়ায় বিবেচিত হন। তার মতে যেই ব্যাক্তি ভালো কাজ করেন তিনি সমাজে ভালো ব্যাক্তি রূপে বিবেচিত হন আর যিনি খারাপ কাজ করেন তিনি খারাপ ব্যাক্তি রূপে বিবেচিত হন। তিনি বলেন যেই ব্যাক্তি মিথ্যে কথা বলে সুবিধা গ্রহণ করেন তিনি খারাপ ব্যাক্তি রূপে বিবেচিত হন। যেই সব ব্যাক্তি এই কাজ করেন তাদের সমাজ কখনোই ভালো চোখে দেখেন না। যদি তিনি প্রভাবশালী ও হন তবুও তার পিছনে মানুষ তার সমালোচনা করে থাকেন।
আরো পড়ুন :- চানক্য নীতি : সুখ , শান্তি ও সমৃদ্ধি এই মানুষদের কখনোই ছেড়ে যায় না
পন্ডিত চাণক্যের মতে , মিথ্যে কথা বলা ব্যাক্তিদের থেকে দূরে থাকা দরকার। যারা মিথ্যে কথা বলেন তাদের মিথ্যে কখনো না কখনো প্রকাশ্যে চলে আসে আর তখনই তারা অসম্মানিত হন।
পন্ডিত চাণক্যের মতে , মন্দ কাজ করা ব্যাক্তিদের থেকে দূরত্ব বজায় রাখা প্রয়োজন কারণ , যারা মন্দ কাজ করেন তারা একদিন আপনার ও মন্দ করতে পারেন। এই জাতীয় মানুষদের মধ্যে মানবতার অনুভূতি থাকে না। এরা নেতিবাচক শক্তিতে পরিপূর্ণ থাকেন।
পন্ডিত চাণক্যের মতে , যারা তাদের অর্থ ভালো কাজে ব্যবহার করেন না তাদের থাকে দূরে থাকা প্রয়োজন। এরা নিজের অর্থ দিয়ে অন্যের ক্ষতি করতে পিছু পাঁ হন না। এছাড়া এরা এই অর্থ বিভিন্ন বাজে কাজে ব্যবহার করে থাকেন। কারণ অর্থ হলো শক্তির প্রধান উৎস। এদের সাথে থাকলে আপনি ও বাজে পথে চালিত হতে পারেন।
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
আরো পড়ুন :- চানক্য নীতি : মানুষের সাফল্য তার ব্যার্থতার মধ্যেই নিহিত