Bangla News Dunia , অজয় দাস :- পন্ডিত চাণক্যকে ভারতের তথা সারা বিশ্বের অন্যতম বিজ্ঞ পন্ডিত বলে মনে করা হয়। তার বলে যাওয়া বাণী চাণক্য নীতি নামে পরিচিত। অনেক মানুষ আছেন যারা তাদের জীবনে চাণক্য নীতি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করেন। কারণ পন্ডিত চাণক্য মানুষের জীবনের প্রতি যেই দৃষ্টি ভঙ্গি রেখেছেন তা আজও প্রাসঙ্গিক।
পন্ডিত চাণক্য মানুষের কর্ম জীবন ও ব্যাবসায়িক জীবনের সকল বাধা দূরে রাখার জন্য কিছু পরামর্শ দিয়েছেন। যা পালন করলে আপনার জীবনে শুধু এই দুই সমস্যা দূর হবে তা নয়। জীবনের আরো অনেক নানান সমস্যা দূর হবে। যার মাধ্যমে আপনার জীবন হয়ে উঠবে সুখের। চলুন তবে পন্ডিত চাণক্যের পরামর্শ গুলি দেখে নেওয়া যাক।
আরো পড়ুন :- চানক্য নীতি : এই প্রকার লোকেদের জীবনে আর্থিক সমস্যা লেগেই থাকে
পন্ডিত চাণক্যের মতে , মানুষের জীবনে ভালো , খারাপ দুটো সময়ই আসতে পারে। তবে খারাপ সময়ে হাল ছেড়েদিলে চলবে না। যত খারাপ সময় আসুক না কেন নিজেকে শক্ত রেখে লড়াই করে খারাপ সময়কে অতিক্রম করতে হবে। একসময় খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
পন্ডিত চাণক্যের মতে , অনেক সময় জীবনের বিভিন্ন ক্ষেত্রে তা চাকরি বা ব্যবসা দুটোতেই হতে পারে বা তার বাইরেও হতে পারে। মানুষের সাথে কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। আর এই ভুল বোঝাবুঝি সম্পর্ক খারাপ করতে পারে। ফলে যত তাড়াতাড়ি সম্ভব ভুল বোঝাবুঝি হলে তা মিটমাট করার চেষ্টা করুন।
পণ্ডিত চাণক্যের মতে , জীবনে সফলতা পেতে গেলে কঠোর পরিশ্রম করতে হয়। চাকরি ও ব্যবসা দুটোতেই খারাপ সময় আসতে পারে তখন আপনার কঠোর পরিশ্রম আপনাকে খারাপ সময় দূরকরে সফলতার চূড়ায় পৌঁছে দেবে।
পন্ডিত চাণক্যের মতে , চাকরি বা ব্যবসা উভয় ক্ষেত্রেই আপনার শত্রু থাকতে পারে। আর এই শত্রুর জন্যই চাকরি ও ব্যবসা ক্ষেত্রে বাধার সমুখীন হতে পারেন আপনি। তবে সব সময় নিজের শত্রুর উপর নজর রাখুন। কারণ শত্রু যখন তখন আপনার ক্ষতি করতে পারে। তাই বুদ্ধিমানের কাজ হবে সর্বদা নিজের শত্রুর উপর নজর রাখা।
আরো পড়ুন :- চাণক্য নীতি : এই ধরণের মানুষের সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করতে নেই
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা কিছুটা কমলেও ঢিলেমি দেবেন না । এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- চাণক্যে নীতি : যেকোনো সম্পর্কের বন্ধন সুদৃঢ় করতে পন্ডিত চাণক্যের এই চারটি নীতি মেনে চলুন