Bangla News Dunia, দীনেশ দেব :- আচার্য চাণক্য ছিলেন বহুগুনে সমৃদ্ধ এক পন্ডিত। তিনি ছিলেন একজন অর্থনীতিবিদ তিনি তার আর্থিক দৃষ্টি ভঙ্গি থেকে মানুষকে ধনী হবার জন্য কিছু নিয়ম পালনের কথা বলেছেন। যার মাধ্যমে কোনো ব্যাক্তি ধনী হয়ে উঠতে পারেন।
আচার্য চাণক্য বলেছেন মানুষকে ধোনি হতে গেলে কর্মঠ , সাহসী ও দক্ষ হওয়া প্রয়োজন। যেই ব্যাক্তি ধনী হবার স্বপ্ন দেখেন সেই ব্যাক্তি পরিশ্রম করতে ভয় পান না। কারণ ধনী হতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। তাই আপনাকে কর্মঠ হওয়া দরকার।
আরো পড়ুন :- চানক্য নীতি : ” সমাজ কেবল মাত্র এই ব্যাক্তিদেরই সন্মান দিয়ে থাকে “
কর্মঠ হবার পাশাপাশি একজন ব্যাক্তিকে সাহসী হওয়া প্রয়োজন। কারণ আপনি যেই কাজ করবেন তা সাহসের সাথে করতে হবে। সাহস না থাকলে মানুষ জীবনে কিছু করতে পারেনা। তাই ধনী হতে গেলে সাহসী হতে হবে আর সাহসী পদক্ষেপ নিতে হবে।
কর্মঠ ও সাহসী হবার পাশাপাশি ওই ব্যাক্তিকে দক্ষ হতে হবে অথাৎ ওই ব্যাক্তি যেই কাজই করুক না কেন সেই কাজে ওই ব্যাক্তিকে দক্ষ হতে হবে। কারণ আপনি ওই কাজে দক্ষ না হলে ওই কাজ সঠিক ভাবে সাহসের সাথে করতে পারবেন না। ফলে আপনার কাজ খারাপ হবে।
চাণক্য পন্ডিতের এই কথা গুলো মেনে চলা ব্যাক্তি জীবনে ধনী হবেনই।
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
আরো পড়ুন :- চাণক্য নীতি : জীবনে সফল হতে চাইলে এই অভ্যাস গুলো ত্যাগ করুন