Bangla News Dunia, অজয় দাস :- পন্ডিত চাণক্য ছিলেন ভারতের তথা সারা বিশ্বের অন্যতম রাজনৈতিক , কূটনৈতিক , অর্থনৈতিক , পন্ডিত। তিনি ছিলেন বহু গুলে ভরপুর এক পন্ডিত। তার জীবন কালে তিনি মানুষকে জীবনে চলার জন্য কিছু নীতি বলে গেছেন যা কোনো মানুষ যদি সঠিক ভাবে পালন করেন তবে তিনি জীবনে সফলতা পাবেনই।
তিনি মানুষকে সফল হবার পিছনে কিছু অভ্যাসকে ত্যাগ করতে বলেছেন। যা কোনো মানুষ যদি পালন করে তবে তিনি সফল হবেনই। চলুন দেখে নেওয়া যাক চাণক্যের এই নীতি গুলি কি কি …..
আরো পড়ুন :- চাণক্যের মতে , বন্ধু করবার আগে এই বিষয় গুলি মাথায় রাখুন , নয়তো ঠকতে হবে
১. লোভ ত্যাগ করুন :- পন্ডিত চাণক্যের মতে লোভ মানুষের দুর্দশার কারণ হতে পারে। কারণ লোভ থেকে মুক্ত হয়ে দিন শুরু করলে তবেই জীবনে হতাশা আসে না।
২. অলসতা ট্যাগ করুন :- পন্ডিত চাণক্যের মতে অলসতা মানুষকে সফল হতে দেয় না। তাই জীবনে সফল হতে গেলে অলসতা ত্যাগ করতেই হবে। তিনি বলেন অলসতা সাফল্যের জন্য সবচেয়ে বড় বাঁধা।
৩. রাগ ত্যাগ করুন :- পন্ডিত চাণক্যের মতে রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। রাগ মানুষকে সফলতা থেকে বহুগুন দূরে ঠেলে দিতে পারে। কারণ রাগেই মানুষ ভালো ও মন্দের মধ্যে বিচার করতে পারেন না।
৪. কাজ ফেলে রাখার অভ্যাস ত্যাগ করুন :- পন্ডিত চাণক্যের মতে কাজ কখনো ফেলে রাখতে নেই , যার ফলে সফলতাও আসতে আসতে আপনার থেকে পিছিয়ে যায়। তাই আজকের কাজ আজকেই করুন , আগামীকাল নয়।
৫. অর্থ সঞ্চয় করুন :- চাণক্যের মতে প্রতিটি মানুষকে কিছু পরিমান অর্থ সঞ্চয় করা উচিত , কারণ অর্থই মানুষকে সফলতার দিকে নিয়ে যায়।
৬. মিথ্যে কথা বলা ত্যাগ করুন :- পন্ডিত চাণক্যের মতে মিথ্যে কথা একজন মানুষকে দুর্বল করে দেয়। যাতে করে যখন আপনি সত্যি কথা বলেন তখন তা ও মানুষ মিথ্যে বলে মনে করে। এতে জীবনে নানান সমস্যার সমুখীন হতে পারেন।
৭. সময়ের সন্মান করতে শিখুন :- চাণক্যের মতে যারা জীবনে সময়ের গুরুত্ব দেননা তারা সফল হন না। কারণ সময় আপনার জন্য বসে থাকবে না। তবে যারা সময়ের গুরুত্ব দেন তারা জীবনে সফলতার দিকে এগিয়ে যান।
আরো পড়ুন :- জীবনে সুখী হতে মেনে চলুন চাণক্য নীতি ! বিস্তারিত পড়ুন
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন