Bangla News Dunia , অজয় দাস :- পন্ডিত চাণক্যকে ভারতের তথা সারা বিশ্বের অন্যতম বিজ্ঞ পন্ডিত বলে মনে করা হয়। তার বলে যাওয়া বাণী চাণক্য নীতি নামে পরিচিত। অনেক মানুষ আছেন যারা তাদের জীবনে চাণক্য নীতি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করেন। কারণ পন্ডিত চাণক্য মানুষের জীবনের প্রতি যেই দৃষ্টি ভঙ্গি রেখেছেন তা আজও প্রাসঙ্গিক।
পন্ডিত চাণক্য মানুষের জীবন নিয়ে নানান কথা বলে গেছেন। যে মানুষ কিভাবে একটি সুস্থ ও সুন্দর জীবন যাপন করতে পারেন। তবে চলুন এখন দেখে নেওয়া যাক পন্ডিত চাণক্য কোন ধরণের ব্যাক্তিরা সারা জীবন ধনী হতে পারেন না বলেছেন।
আরো পড়ুন :- চাণক্য নীতি : চাকরি ও ব্যাবসায় বাধা দূর করতে চান ? তবে চাণক্যের এই পরামর্শ মেনে চলুন
১. যে পরিবার বা ব্যক্তি সবসময় অতিথিদের অসম্মান করে, অতিথির আর্থিক বা সামাজিক অবস্থা দেখে অতিথিকে আপ্যায়ন করেন, সেই সকল মানুষের ঘরে ভাগ্যলক্ষ্মী বিরাজ করেন না। তাদের অর্থের অভাব সারাজীবন থাকে।
২. যেই ব্যাক্তি অসৎ উপায়ে অর্থ উপার্জন করেন তিনি কখনো ধনী হতে পারেন না। তিনি কোনো না কোনো ভাবে সেই অর্থ নষ্ট করে ফেলেন। ফলে তার অর্থভাব থেকেই যায়।
৩. যেই সকল ব্যাক্তি ঘুমের উপযুক্ত সময় ঘুমোয় না অথাৎ রাতে ঘুমোয় না। অথাৎ যেই ব্যাক্তি দিনের বেলা ঘুমোয় সেই ব্যাক্তি কখনো আর্থিক উন্নতি করতে পারেন না। দিনের বেলা ঘুমোনো ব্যাক্তিকে ভাগ্যলক্ষী কখনো অর্থ প্রদান করেন না।
৪. যেই ব্যাক্তির মুখে মিষ্টতা নেই অথাৎ সর্বদা মুখে গম্ভীর ভাব থাকে সেই ব্যাক্তি কখনো অর্থ উপার্জন করে তা সঞ্চয় করে রাখতে পারেন না। ফলে সেই ব্যাক্তির সারা জীবন অর্থের অভাব থেকেই যায়।
৫. যেই ব্যাক্তি অলস সেই ব্যাক্তি কখনো ধনী হতে পারেন না। পন্ডিত চাণক্য বলেছেন। এই প্রকারের মানুষের কাছে অঢেল অর্থ থাকলেও তা বসে বসে খেয়ে নষ্ট করে ফেলবেন। আর অর্থ উপার্জন তো দূরের কথা।
আরো পড়ুন :- গীতার এই উপদেশ মেনে চলুন , দূরে থাকবে সমস্যা , জীবনে আসবে শান্তি
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা কিছুটা কমলেও ঢিলেমি দেবেন না । এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- চাণক্যে নীতি : যেকোনো সম্পর্কের বন্ধন সুদৃঢ় করতে পন্ডিত চাণক্যের এই চারটি নীতি মেনে চলুন