Bangla News Dunia, দীনেশ দেব :- পন্ডিত চাণক্যকে ভারতের তথা সারা বিশ্বের অন্যতম বিজ্ঞ পন্ডিত বলে মনে করা হয়। তার বলে যাওয়া বাণী চাণক্য নীতি নামে পরিচিত। অনেক মানুষ আছেন যারা তাদের জীবনে চাণক্য নীতি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করেন। কারণ পন্ডিত চাণক্য মানুষের জীবনের প্রতি যেই দৃষ্টি ভঙ্গি রেখেছেন তা আজও প্রাসঙ্গিক। পন্ডিত চাণক্যের মতে , মানুষের মধ্যে এই দুই প্রকারের স্বভাব তার জীবনে সফলতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। যখন কোনো মানুষের মধ্যে বাজে অভ্যাস থাকে তখন সেই ব্যাক্তির অগ্রগতি বন্ধ হয়ে যায়। এই প্রকার মানুষকে কোনো ব্যাক্তি পছন্দ করেন না। এদের কেউ সন্মান ও করেন না।
আরো পড়ুন :- চানক্য নীতি : সাফল্যের পাওয়ার ক্ষেত্রে এই ৪ টি বিষয় হলো মূল চাবিকাঠি
১. মিথ্যে কথা :- মিথ্যে কথা কোনো মানুষের সবচেয়ে বাজে অভ্যাস। যখন কোনো মানুষ মিথ্যে কথা বলতে শুরু করে তখন দিনকে দিন সে আরো বেশি করে মিথ্যে কথা বলতে থাকে , যা একদিন বিপদজনক আকার ধারণ করে। পন্ডিত চাণক্যের মতে , প্রতিটি মানুষকে মিথ্যে কথা বলা থেকে দূরে থাকা উচিত।
যেই ব্যাক্তি মিথ্যে কথা বলেন তাকে কেউ পছন্দ করেন না। এবং তাকে কেউ বিশ্বাস ও করেন না। সে মিথ্যে কথা বলে নিজেরই ক্ষতি করেন। যখন তার বাস্তবতার মুখোমুখি হতে হয় তখন প্রত্যেকেই তার থেকে দূরে সরে যায়।
২. অলসতা :- পন্ডিত চাণক্যের মতে , অলসতা হলো মানুষের সফলতায় আরো একটি প্রধান বাধা। তাই কোনো মানুষকে সর্বদা অলসতা থেকে দূরে থাকা উচিত। অলসতার ফলে মানুষ জীবনের প্রয়োজনীয় কাজ করতে অসফল হয়। অলস ব্যাক্তি জীবনের সকল সুযোগ হারিয়ে ফেলে।
প্রতিটি ব্যাক্তির জীবনে অলসতাকে দূরে রেখে কঠোর পরিশ্রম করে সুযোগের সদব্যাবহার করা উচিত। আর একজন অলস ব্যাক্তি তার অলসতার জন্য কখনোই সুযোগের সদব্যাবহার করতে সক্ষম হন না। অলসতার ফলে জীবনে সফল হবার সুযোগ হারিয়ে ফেলেন।
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
আরো পড়ুন :- চানক্য নীতি : যুবকদের যদি এই অভ্যাস থাকে তবে ভবিষৎ হবে অন্ধকার