Bangla News Dunia, দীনেশ দেব :- পন্ডিত চাণক্যকে ভারতের তথা সারা বিশ্বের অন্যতম বিজ্ঞ পন্ডিত বলে মনে করা হয়। তার বলে যাওয়ার বাণী চাণক্য নীতি নামে পরিচিত। অনেক মানুষ আছেন যারা তাদের জীবনে চাণক্য নীতি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করেন। কারণ পন্ডিত চাণক্য মানুষের জীবনের প্রতি যেই দৃষ্টি ভঙ্গি রেখেছেন তা আজও প্রাসঙ্গিক।
চাণক্য পন্ডিতের মতে সমাজে এমন কিছু মানুষ আছে যাদের জীবনে আর্থিক সমস্যা লেগেই থাকে। তবে এই সমস্যা তারা নিজেরাই তৈরী করে থাকেন। তারা তাদের জীবনে কিছু পরিবর্তন করতে পারলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তবে চলুন দেখে নেওয়া যাক চাণক্য পন্ডিতের মতে কোন প্রকার লোকেদের জীবনে আর্থিক সমস্যা লেগেই থাকে।
আরো পড়ুন :- চাণক্য নীতি : এই তিনটি জিনিস আপনার জীবনকে সুখে ভরিয়ে দিতে পারে
১. লোভি ব্যাক্তি :- লোভ যে কোনো ব্যাক্তিকে নিষ্টুর ও স্বার্থপর করে তোলে। লোভী ব্যাক্তিদের লোভ দিন দিন বৃদ্ধি পায় , ফলে তারা কোনো কিছুতেই সন্তুষ্ট হন না। এরা সর্বদা লোকের ধনের উপর নজর রাখেন। তাই তারা নিজের উপার্জনের দিকে ধ্যান রাখেন না। ফলে জীবনে অর্থ কষ্টে ভুগে থাকেন।
২. নেতিবাচক চিন্তাভাবনা করা ব্যাক্তি :- প্রতিটি মানুষকেই সর্বদা ইতিবাচক কাজকর্ম ও চিন্তাভাবনা করা উচিত। যখন নেতিবাচক শক্তি কোনো মানুষের উপর প্রভাব বিস্তার করে তখন ওই ব্যাক্তি ভালো ও খারাপের মধ্যে তফাৎ করতে অক্ষম হন ফলে একদিন তিনি সব কিছু হারাতে শুরু করেন। নেতিবাচক চিন্তাভাবনা মানুষকে উন্নতিতে বাঁধা দেয়।
৩. মন্দ শোনা ও মন্দ কাজ করা ব্যাক্তি :- কোনো মানুষ যখন মন্দ কথা শোনে বা মন্দ কাজ করে তখন ওই ব্যাক্তির ভিতরের ব্যাক্তিত্ব ও সৎ কর্ম হ্রাস পায়। পন্ডিত চাণক্য বলেছেন প্রতিটি মানুষকে মন্দ কর্ম করা থেকে সর্বদা বিরত থাকা উচিত। মন্দ কর্মের ফলে সমাজে ব্যাক্তির ব্যাক্তিত্ব নষ্ট হয় , ফলে পরবর্তী কালে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। এই সকল মানুষদের কাছে অর্থ আসলেও তা বেশিদিন স্থায়ী হয় না।
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
আরো পড়ুন :- চাণক্য নীতি : জীবনে যদি ধনী হতে চান তবে চাণক্যের এই নীতি মেনে চলুন