চানক্য নীতি : চাণক্যের মতে এই ৫ জাগায় বসবাস করা উচিত নয়

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, দীনেশ দেব :- পন্ডিত চাণক্যকে ভারতের তথা সারা বিশ্বের অন্যতম বিজ্ঞ পন্ডিত বলে মনে করা হয়। তার বলে যাওয়া বাণী চাণক্য নীতি নামে পরিচিত। অনেক মানুষ আছেন যারা তাদের জীবনে চাণক্য নীতি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করেন।  কারণ পন্ডিত চাণক্য মানুষের জীবনের প্রতি যেই দৃষ্টি ভঙ্গি রেখেছেন তা আজও প্রাসঙ্গিক।

পন্ডিত চাণক্য তাঁর নীতিতে মানুষকে এই ৫ জাগায় বাড়ি তৈরী বা বসবাস করতে মানা করেছেন। কারণ ওই স্থানে বসবাসের ফলে মানুষের জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে। চলুন দেখে নেওয়া যাক কোন ৫ স্থানে বসবাস করতে মানা করেছেন আচার্য চাণক্য।

আরো পড়ুন :- চানক্য নীতি : মানুষের সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় এই ৫টি ভুল

১. পন্ডিত চাণক্য বলেছে , যেই স্থানে জীবিকা নির্বাহের কোনো পথ নেই সেখানে বসবাস করা উচিত নয়।

২. পন্ডিত চাণক্যর মতে যেখানে বেশি পরিমান স্বার্থপর মানুষ বসবাস করেন ও যারা আত্মত্যাগ করতে জানেন না তাদের মধ্যে বসবাস করতে নেই।

avilo digital marketing

৩. আচার্য চাণক্য বলেছে , যেই স্থানের মানুষ দান করার অনুভূতি রাখে না সেই স্থানে বসবাস করতে নেই। দান যে শুধু পূর্ণ অর্জন করায় তা নয়। দান মানুষের মনকে শুদ্ধ করে।

৪. চাণক্য বলেছেন , যেখানকার মানুষের মধ্যে সমাজ ও আইনের কোনো ভয় নেই সেখানে বসবাস করা উচিত নয়। কারণ সেখানে আপনি সর্বদা নিরাপত্তা হীনতায় ভুগবেন।

৫. যেই স্থানের মানুষ ঈস্বরে বিশ্বাস করে না। সেই স্থানে বসবাস না করাই ভালো। কারণ তাদের মধ্যে সামাজিক শ্রদ্ধা বোধ কম থাকে ও তাদের মধ্যে বাজে কাজ করার প্রবণতা থাকতে পারে। কারণ তারা ভগবান নামক শক্তিতে বিশ্বাস করে না।

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

আরো পড়ুন :- চানক্য নীতি : এই প্রকার লোকেদের জীবনে আর্থিক সমস্যা লেগেই থাকে

Bangla news dunia Desk

মন্তব্য করুন