চানক্য নীতি : মানুষের সাফল্য তার ব্যার্থতার মধ্যেই নিহিত

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, দীনেশ দেব :- পন্ডিত চাণক্যকে ভারতের তথা সারা বিশ্বের অন্যতম বিজ্ঞ পন্ডিত বলে মনে করা হয়। তার বলে যাওয়া বাণী চাণক্য নীতি নামে পরিচিত। অনেক মানুষ আছেন যারা তাদের জীবনে চাণক্য নীতি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করেন।  কারণ পন্ডিত চাণক্য মানুষের জীবনের প্রতি যেই দৃষ্টি ভঙ্গি রেখেছেন তা আজও প্রাসঙ্গিক।

পন্ডিত চাণক্যের মতে , জীবনে ব্যার্থতা আসলে সফলতা আসবেই , কারণ যার জীবনে ব্যার্থতা এসেছে তার মানে সে জীবনে কিছু করার চেষ্টা করেছে। আর যে কিছু করবে তার জীবনেই সফলতা বা ব্যার্থতা আসতেই পারে। আর যেই ব্যাক্তি কোনো কিছুই করবে না তার জীবনে সফলতা বা ব্যার্থতা কোনো টাই আসে না। অথাৎ যেই ব্যাক্তির জীবনে ব্যার্থতা এসেছে তার জীবনে সফলতা আসবেই। আপনি যদি ব্যার্থ হন তবে হাল ছেড়ে না দিয়ে এগিয়ে চলুন। কারণ আপনি বুঝতে পারবেন কেনো ব্যার্থতা এসেছিলো আর কি করলে এখন সফলতা আসতে পারে।

আরো পড়ুন :- চাণক্যের মতে , যুবকদের মধ্যে এই অভ্যাস থাকলেই ভবিষৎ হবে অন্ধকার

পন্ডিত চাণক্য বলেছেন আমাদের ব্যার্থতা থেকে শিক্ষা নেওয়া উচিত। এছাড়া ভালো ভাবে পর্যবেক্ষণ করা উচিত কি কারণে ব্যার্থতা এসেছিলো। ব্যার্থ হলেও কোনো মানুষকে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। ওই পরিস্থিতিতে ধোর্য ধরে কাজ করে যাওয়া উচিত। কারণ ব্যার্থতা খুবই সহজে চলে আসে কিন্তু সফলতা আসতে সময় লাগে। জীবনে এমন অনেক সময় আসবে যে কঠোর পরিশ্রম করেও কাঙ্কিত ফল পাবেন না। এই পরিস্থিতিতে কোনো মানুষকেই ভেঙে পড়া উচিত নয়।

avilo digital marketing

চাণক্যের মতে , মানুষের ব্যার্থতার পরে সফলতার দরজা খুলে যায়। কোনো মানুষ যতক্ষণ না অবদি সফল হচ্ছেন ততক্ষন তাকে চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। আর একবার আপনি সফল হলে গতকাল অবদি যারা আপনার ব্যার্থতা নিয়ে পরিহাস করছিলো তারাই আজ আপনাকে আপনার সফলতার জন্য অভিনন্দন জানাবে। আপনার সাথে সম্পর্ক গড়তে চাইবে।

আরো পড়ুন :- চানক্য নীতি : মানুষের সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় এই ৫টি ভুল

Bangla news dunia Desk

মন্তব্য করুন