Bangla News Dunia, দীনেশ দেব :- পন্ডিত চাণক্যকে ভারতের তথা সারা বিশ্বের অন্যতম বিজ্ঞ পন্ডিত বলে মনে করা হয়। তার বলে যাওয়ার বাণী চাণক্য নীতি নামে পরিচিত। অনেক মানুষ আছেন যারা তাদের জীবনে চাণক্য নীতি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করেন। কারণ পন্ডিত চাণক্য মানুষের জীবনের প্রতি যেই দৃষ্টি ভঙ্গি রেখেছেন তা আজও প্রাসঙ্গিক।
পন্ডিত চাণক্যের মতে , এমন কিছু মানুষ আছে যারাই শুধু মাত্র সমাজে সন্মান পেয়ে থাকেন। চলুন দেখে নেওয়া যাক আচার্য চাণক্য কাদের কথা বলেছেন। আপনিও কি তাদের মধ্যে একজন।
আরো পড়ুন :- চাণক্য নীতি : এই তিনটি জিনিস আপনার জীবনকে সুখে ভরিয়ে দিতে পারে
পন্ডিত চাণক্যের মোতে , কোনো ব্যাক্তির শত্রু যখন ওই ব্যাক্তির প্রসংশা করতে শুরু করে তখন ওই ব্যাক্তি সঠিক পরিমানে সমাজে সন্মান পায়। পন্ডিত চাণক্য বলেছেন যেই ব্যাক্তি সারা জীবন সত্যের পথ অনুসরণ করে চলেন তিনি সমাজে সন্মান পেয়ে থাকেন। তবে সত্যের পথে চলা খুবই কঠিন।
কিন্তু কোনো ব্যাক্তি যখন এই পথে চলতে থাকেন তখন কিছুদিন আগে ওই ব্যাক্তির যারা সমালোচনা করতেন তারাই কিছুদিন পরে তার প্রসংশা করতে শুরু করেন। সত্যের পথ মানুষকে আধিপত্যের শীর্ষে নিয়ে যেতে পারে।
চাণক্যের মতে যারা সমাজের বাকি মানুষদের সন্মান দিতে পারেন না। তারা কোনো দিন ও সমাজে সন্মান লাভ করতে পারেন না। অন্যদিকে যারা সমাজের সকল স্তরের মানুষদের সন্মান করেন তারই প্রকৃত অর্থে সন্মান লাভ করেন। নিজের জ্ঞানের সঠিক ব্যবহার যারা করতে পারেন তাঁরাই সমাজে সন্মান পেয়ে থাকেন।
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
আরো পড়ুন :- চাণক্য নীতি : জীবনে সফল হতে চাইলে এই অভ্যাস গুলো ত্যাগ করুন