চালাক বা মূর্খ ব্যাক্তি চিনবেন কিভাবে ? দেখুন আচার্য চাণক্য কি বলছেন ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : অনেক সময় অন্যকে বোকা বানিয়ে মজা করি আমরা। শুধু ভারত নয়, বিশ্বের অন্যান্য সব দেশেও এপ্রিল ফুলপালিত হয়। অনেক দেশে তো এপ্রিল ফুল পালন করার জন্য ১ এপ্রিল সরকারি ছুটি হিসেবে ঘোষিত। বোকা দিবসে আমরা আলোচনা করব আচার্য চাণক্য বোকামো নিয়ে কী বলে গিয়েছেন।

চাণক্য বলেছেন নানা ভাবে বুদ্ধিমান মানুষ তাঁর বুদ্ধিমত্তার পরিচয় রাখেন, তেমন একজন বোকা মানুষ তাঁর কার্য কলাপের মধ্যে দিয়ে বোকামির নিদর্শনও ছড়িয়ে রাখেন। বুদ্ধিহীন মানুষদের খুব সহজেই চেনা যায়। বোকা বা বুদ্ধিহীন মানুষদের নিয়ে কী বক্তব্য রেখে গিয়েছেন চাণক্য, তা জেনে নিনএকনজরে —–

১. চাণক্য নীতি অনুসারে মানুষ নিজেদের কথায় ও কাজে বুদ্ধির প্রয়োগ করেন না, তাঁরা পশুর সমান। এরা বিভিন্ন সময়ে বোকার মতো কাজ করতে থাকেন। চিন্তা করা ও অনুধাবন করার ক্ষমতা মানুষের সহজাত তার প্রয়োগ এরা করেন না বলে এই ধরনের মানুষদের পশুর সঙ্গে তুলনা করেছেন চাণক্য। মানুষদের থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

diana collage

২. আচার্য চাণক্যর বাণী অনুসারে যিনি পণ্ডিত সর্বত্র তাঁকে শ্রদ্ধা করা হয়। জ্ঞানী মানুষের কথা সবাই অনুসরণ করেন। নিজেদের কথা শোনানোর জন্য বা শ্রদ্ধা পাওয়ার জন্য বোকা মানুষদের সাহায্য গ্রহণ করেন, বোকা বা মূর্খদের দিয়ে প্রশংসা আদায়ের ব্যবস্থা করেন, তাঁদের ঘরে কোনও দিন সুখ শান্তি থাকবে না।কোনও দিন লক্ষী অবস্থান করবেন না। স্বামী ও স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকবে।

৩. আচার্য চাণক্যর কথা অনুসারে বোকামো বা মূর্খতা নিজের জন্য বড় যন্ত্রণা নিয়ে আসে। এই ধরনের মানুষেরা অনেকটা সন্ন্যাসীর মতো। কারণ সন্ন্যাসীর মধ্যে যেমন কোনও ছলনা নেই। এদের মধ্যেও কোনও ছলনা নেই। কোনটা ঠিক এবং কোনটা ভুল সেই সম্পর্কে এদের কোনও সঠিক ধারণা নেই। জীবনে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। অন্যের থেকে এরা সহজে আঘাত পান।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন