জরুরি গ্যাস-বিদ্যুৎ খরচে রাশ টানুন ! রইল কিছু টিপস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- জরুরি গ্যাস-বিদ্যুৎ খরচে রাশ টানুন ! গত কয়েকমাস ধরে লকডাউনে সকলেই বাড়িতে বসে কাজে অভ্যস্ত। সারাদিন বাড়িতে লাইট, ফ্যান, এসি সবই চলছে। ফলে বিদ্যুৎ এর খরচাও বেড়েছে।  কিন্তু লকডাউনে আর্থিক বাজারে মন্দা এসেছে তা সকলেই জানেন। এছাড়াও প্রচুর মানুষ রুটি রুজি হারিয়েছেন। এই কঠিন সময়ে আমাদের খরচে রাশ টানতেই হবে।

৩০ শতাংশ বেতন হ্রাসে সম্মত

এক নজরে কিছু টিপস —–

১. রান্নার সবচেয়ে ভালো অপশন প্রেসার কুকার। যে কোনও রান্না ভালো করে কষে প্রেশার কুকারে সেদ্ধ করে নিন।

২. চা করার ঝামেলা থেকে বাঁচতে একটি ফ্লাস্কে গরম জল করে রেখে দিন। যখন খাবেন টি ব্যাগ দিয়ে খান। এতে গ্যাসের খরচ কমবে।

৩. অকারণে আলো জ্বালবেন না। রিমোটে অফ না করে পুরো স্যুইচ বন্ধ করুন। টিভি, এডি রিমোট দিয়ে বন্ধ করলেও কিন্তু কারেন্ট পোড়ে।

৪. ঘরে বেশি আলো না লাগিয়ে টেবল ল্যাম্পের ব্যবহার বাড়ান। ল্যাপটপ বা টেবলের সামনে ভালো সিএফএল বালব দেওয়া ল্যাম্প লাগিয়ে নিন। এতে খরচাও কমবে।

আরো পড়ুন :- মানসিক অবসাদে আচ্ছন্ন শৈশব ! বুঝছেন কি ?

৫. রান্না করতে হলে একগাদা জল দেবেন না। তাতে বেশি সময় লাগে। আর রান্নার আগে সব জোগাড় করে রাখুন। গ্যাসের খরচ কমবে।

৬. পারলে কম আচে রান্না করুন। এতে খাবার সুস্বাদু হয়।

৭. টগবগে গরম জলে চাল ছাড়ুন আর ভাত ২ বার ফুটে গেলে গ্যাস বন্ধ করে দিন।

এই ছোট্ট কিছু টিপসের মাধ্যমে খরচ কমান।

Highlights

1. জরুরি গ্যাস-বিদ্যুৎ খরচে রাশ টানুন ! 

2. এই ছোট্ট কিছু টিপসের মাধ্যমে খরচ কমান

#Economy #Money

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন