জানুয়ারিতে এই রাশিদের ভাগ্যে রয়েছে লটারির যোগ, হবে বিপুল লক্ষ্মীলাভ !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : নতুন বছর নতুন মাস পড়ে গিয়েছে। আর স্বাভাবিকভাবেই কার ভাগ্যে কী লেখা রয়েছে সেটাই জানার জন্য সকলেই কার্যত মুখিয়ে রয়েছেন। কিন্তু সবথেকে বড় কথা, জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ, অর্থাৎ ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি বিশেষ কিছু রাশির আবার লটারি (Lottery) প্রাপ্তির যোগ রয়েছে বলে খবর। হ্যাঁ ঠিকই শুনেছেন। এই লটারি জিনিসটি এমন কার ভাগ্যের সঙ্গে মিলে যায় কেউ বলতে পারেন না। যাইহোক, এই বিশেষ সপ্তাহে তাহলে কার ভাগ্যে লটারি প্রাপ্তির যোগ লেখা রয়েছে সেটা জেনে নিন ঝটপট।

মেষ-

আপনারও কি মেষ রাশি? তাহলে মনে জোর নিয়ে এই সপ্তাহে লটারি কেটে দেখতে পারেন। কেন বলতে পারে ভাগ্য খুললেও খুলতে পারে। কারণ খুব ভাল অর্থ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। ফলে একবার কেটে দেখতেই পারেন।

বৃষ-

আপনার যদি বৃষ রাশি হয়ে থাকে তাহলে আপনার জন্য রয়েছে জরুরি খবর। এই রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে লটারি কাটতে যাবেন না।

মিথুন-

এই পুরো সপ্তাহ জুড়েই মিথুন রাশির লোকেদের মোটামুটি লটারি প্রাপ্তির যোগ রয়েছে। ইচ্ছা হলে একবার লটারি কেটে দেখতেই পারেন। ভাগ্য বদলাতে পারে।

আরো পড়ুন :- সপ্তাহ জুড়ে শুধুই ধস, হুড়মুড়িয়ে দাম কমেছে ১৭৬ স্মল ক্যাপ স্টকের, এই অবস্থায় লগ্নিকারীরা কি করবেন জেনে নিন

কর্কট–

লটারির টিকিট কাটার শখ? তাহলে জানিয়ে রাখি, এই কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুটা খুব ভাল থাকবে। ফলে লটারি কাটার হলে এই সময়েই কেটে নিন।

সিংহ–

এই সপ্তাহে সিংহ রাশির জাতক-জাতিকারা কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন। বেশি টাকার লোভ না করাই মঙ্গল। নইলে হিতে বিপরীত হতে পারে।

কন্যা–

কন্যা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে গোটা সপ্তাহটাই বেশ ভাল দেখা যাচ্ছে। ভাগ্য আপনার প্রতি সুপ্রসন্ন থাকবে। ফলে একবার লাক ট্রাই করে দেখতেই পারেন।

তুলা-

আপনারও কি তুলা রাশি? তাহলে জেনে রাখুন, এই সপ্তাহে তুলা রাশির জাতক-জাতিকাদের অর্থভাগ্য মোটামুটি থাকবে। যে কারণে লটারি কাটার প্ল্যান হয়ে থাকলে বাতিল করতে পারেন।

বৃশ্চিক-

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য রয়েছে সুখবর। এই সপ্তাহের শেষের দিকে এক বার চেষ্টা করে দেখতে পারেন। লটারি ভাগ্য খুললেও খুলতে পারে।

ধনু-

ধনু রাশির জন্য এই সপ্তাহে সামান্য অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ভাগ্য পরখ করে দেখতে চাইলে লটারি কাটতেই পারেন। যদিও ভেবেচিন্তে কাটবেন।

মকর-

মকর রাশির জাতকদের জন্য রইল বড় খবর। মকর রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শুরুতে লটারি কেটে দেখতে পারেন। সুখবর পেতে পারেন। কিন্তু ভুলেও সপ্তাহের শেষে একেবারেই লটারির দিকে যাবেন না, ক্ষতি হতে পারে।

কুম্ভ–

জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য অর্থের দিক দিয়ে খুব একটা ভালো সময়ে যাবে না। যে কারণে লটারি কাটার দিকে পা বাড়াবেন না।

মীন-

লটারি কাটতে পারেন, তবে আবার খুব বেশি অঙ্কের লটারি এই সপ্তাহে কাটবেন না। বিশেষ অর্থপ্রাপ্তির যোগ নেই।

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন